কিভাবে কিওয়ার্ড খুজবেন আপনার পোস্ট বা ভিডিওর জন্য | How Find keyword for your blog post
কিভাবে কিওয়ার্ড খুজবেন আপনার পোস্ট বা ভিডিওর জন্য | How Find keyword for your blog post
আমাদের যাদের একটি ব্লগ সাইট বা ইউটিউব চ্যানেল আছে তারা অনেক কষ্ট করে সেই সাইটের কনটেন্ট তৈরি করি। কিন্তু দেখা যায় আমাদের সাইটে কাঙ্খিত পরিমান ভিজিটর আসে না। সাইটে যদি অটোমেটিক ভিজিটর পেতে চান তাহলে আপনার পোস্টগুলো অবশ্যই গুগলে র্যাংক করতে হবে। তা না হলে আপনার ভিজিটর আশার সম্ভাবনা খুবই কম।
তাই পোস্ট লেখার সময় অবশ্যই কিওয়ার্ড রিসার্চ করে লেখা উচিত। কিওয়ার্ড রিসার্চ করার পর low Competition keywards খুজে বের করে তার উপর ভিত্তি করে পোস্ট লিখলে সেই পোস্ট গুগুলে র্যাংক হওয়ার সমভাবনা খুবই বেশি। আর একটা পোস্ট যদি গুগলের রান করেই যায় তাহলে আপনার সাইটে অটোমেটিক ভিজিটর আসতে থাকবে।
কিওয়ার্ড কি - Whats's Keywords
সহজ ভাষায় কিওয়ার্ড হলো কোন সামষ্টিক রুপ। যা লিখে ভিজিটর রা তাদের কাংখিত তথ্য পাওয়ার জন্য সার্চ করে। যেমনঃ ব্লগ থেকে আয়, ফেদবুক থেকে আয়, ইউটিউব চ্যানেল কিভাবে বানাব ইত্যাদি।
কিভাবে কিওয়ার্ড আইডিয়া নেয়া যায়
যারা ব্লগিং বা ইউটিউবিং করেন তারা নিজের ইচ্ছেমতো যখন যা মনে আসে তাই নিয়ে পোস্ট করে দেয়। হয়তো তারা জানেন না যে একটা পোস্টের জন কিভাবে কিওয়ার্ড আইডিয়া নিতে হয়। Keyward idea হলো আপনি যে বিষয়ে পোস্ট লিখতে চাচ্ছেন সেই বিষয়ে এমন শব্দ বা বাক্য খুজে বের করা যা লিখে মানুষ সার্চ করলে যেন আপনার কন্টেন্ট টি চলে আসে।
কিওয়ার্ড আইডিয়া নেয়ার জন্য অনেকগুলো ফ্রি Website আছে।
৩. Keyword Tool
৬. Soovle
কিওয়ার্ড রিচার্জের জন্য যত গুলো সাইটের লিস্ট উপরে দিলাম তার মধ্যে আমার কাছে keyword.io সাইট টি বেশি ভাল লাগে।
আপনি চাইলে এখানে ক্লিক করে এই সাইটে যেতে পারেন। এরপর আপনার একটি Gmail দিয়ে লগ ইন করে নিবেন। আপনি যদি না চান তাহলে লগ ইন করার দরকার নেই। এতে কোন সমস্যা হবে না।
এই সাইয়ে আসার পর আপনি কিসের জন্য কিওয়ার্ড আইডিয়া নিতে চান সেটা সেলেক্ট করে দিবেন। যেমনঃ ইউটিউব, গুভল, বিং ইত্যাদি।
আমরা যেহেতু website এর জন্য কিওয়ার্ড রিচার্জ করব তার জন্য google সেলেক্ট করে দিব। এরপর এখান থেকে খুব সহজেই আপনার কাংখিত keyword টি বেছে নিয়ে সেটা দিয়ে কাজ করবেন।
আপনি যে বিষয়ে কাজ করতে চান সেই শব্দ টি ডুধু এই সাইটে লিখবেন তাহলে আপনার সেই word এর আশেপাশে থাকা দব শব্দগুলো আপনার সামনে আসবে। আপনি সেখান থেকে আপনাত পছন্দ শব্দ নিয়ে নিবেন।
কিভাবে Keyword Reserch করবেন
একটা কিওয়ার্ড আইফিয়া নেয়ার পর প্রয়োজন হয় কিওয়ার্ড রিচার্জর। যে কিওয়ার্ডের কম্পেটিটর কম সেটা নিয়ে কাজ করতে হবে। লো কম্পেটিটর কি ওয়ার্ড খুজে বের করার জন্য বেশ কয়েকয়ি ফ্রি সাইট রয়েছে। যেমন
৫. Google
এগুলোর মধ্য থেকে আমি কিন্তু গুগল কিওয়ার্ড প্লানার ব্যবহার করে থাকি এটা আমার কাছে খুবই ভাল ও সহজ মনে হয়।
Google keyword planar সাঈটে আপনি এখানে ক্লিক করে যেতে পারেন। এখানে লগ ইন করার জন্য আপনার একটি Gmail Account বয়বহার করুন। সাইটে গিয়ে tools and settings অপশন থেকে keyword সেলেক্ট করবেন। যেগুলোর সার্চ ভলিউম বেশি সেগুলো নিবেন না। যেগুলোর কম্পেটিশম কম সেগুলো নিবেন।
এরপর এখান থেকে খুব সহজেই আপনারা লো কম্পেটিশনযুক্ত কিওয়ার্ড খুজে বের করতে পারবেন।
এভাবে যদি আপনি কিওয়ার্ড আইডিয়া নিয়ে ও কিওয়ার্ড রিচার্জ করে লো কম্পেটিশন কিওয়ার্ড নিবেন। সেগুলো আপনার পোস্টে ব্যবহার করলে আশা করি পোস্ট বা ভিডিও টি রাংক হবে। যার ফলে আপনার সাইটে বা ইউটিউব চ্যানেলে ভিজিটর বাড়বে ও ভিউ বেশি হবে।
কিওয়ার্ড নিয়ে কাজ করতে কোন সমস্যা হলে ইউটিউবে গিয়ে সার্চ দিয়ে ভিডিও দেখে নিবেন। আশা করি সমস্যা সমাধান পেয়ে যাবেন।