কোরবানির বাজারের সেরা গরু
হ্যালো বন্ধুরা, একটা ষাড়ের মূল্য কত হতে পারে, দশ লক্, 20 লক্ষ নাকি 30 লক্ষ টাকা। কিন্তু জানলে আপনি অবাক হবেন, পৃথিবীতে এমন অনেক ষাঁড় গরু আছে যার মূল্য 10 লক্ষ কিংবা 20 লক্ষ টাকা নয়, এগুলোর একেকটির দাম কোটি টাকা। বিশ্বাস হচ্ছে না, একটা সারের মূল্য কিভাবে কোটি টাকা হয়, আমাকে গালি দেওয়ার আগে কিংবা কমেন্টসে আজে বাজে কথা লেখার আগে সম্পূর্ণ ভিডিওটি একবার দেখে নিন। কারন সত্যিই এই গরু গুলোর দাম কোটি টাকার উপরে। এই গরু গুলোর দাম এত টাকা হওয়ার পেছনে মূল কারণ হলো এদের বীর্য। কারন, এদের বির্য থেকে বিশাল বিশাল আকারের গরু গুলো হয়। পৃথিবী তে এমন অনেক গরু আছে যাদের মূল্য কোটি টাকার উপরে। আর এক একটা গরু আপনি বিক্রি করে BMW, রোলস রয়েস, এমন কি ল্যম্বার গ্রীনের মতো গাড়ীও কিনতে পারবেন। কিন্তু তারপরেও এই গুরু গুলোর মালিক তাদেরকে বিক্রয় করতে চায় না। আর এই দানবীয় গরু গুলোকে প্রতিদিন মদ, দুধ ঘি, ফল,আপেল, বিভিন্ন রকমের জুস সহ আরো অনেক কিছু খাওয়ানো হয়ে থাকে। এই গরু গুলোর পেছেন লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয় তার মালিকদের শুধু এদের খাবারের পেছনে।
তো বন্ধুরা, চলুন, পৃথিবীর সব দামী দামী গরু গুলোকে দেখে নেয়া যাক।
তো ভিডিও তে একটি লাইক দিয়ে সম্পুর্ন ভিডিও টি দেখতে থাকুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন আর পাশে আসা বেল আইকনে ক্লিক করুন।
5. Sultan
এই গরুটির নাম সুলতান। আর এর নামের মতোই গরুটির কোন অংশেই কম নয়। 24 ঘন্টাই এর সেবায় বডিগার্ড নিয়োজিত থাকে। একে রাজা সুলতানদের মতোই সেবা যত্ন করে রাখা হয়। আর এই সুলতানের সাইজ ছোটখাটো একটা হাতির সমান
ভারতের হরিয়ানায় থাকা এই ষাড় টির মূল্য 21 কোটি টাকা । 21 কোটি টাকা হলেও এর মালিক একে বিক্রি করেনি। এই সুলতান নামক ছোটখাটো হাতি টিকে দেখতে অনেক দূর দূরান্ত থেকে লোকজন ছুটে আসে। এর ওজন ১৩০০ কেজির উপরে। আপনি বিশ্বাস করতে পারবেন ন, প্রতিদিনই সুলতানকে মদ খাওয়ানো হয়। প্রতিদিন সুলতান বিভিন্ন ব্রান্ডের মদ খেয়ে থাকে। প্রতিদিন সুলতানের খাদ্যতালিকায় থাকে 20 কেজি ভুষি, 20 কেজি গাজর, ১৫ কেজি আপেল, ২ ছড়া কলা, আরো নানারকম রাজকীয় খাবার। সে এক দিনে প্রায় 3000 টাকার খাবার খেয়ে থাকে। আর সুলতানের এত দাম হবার কারন আপনারা হয়তো বুঝতেই পেরেছেন। আর এর দাম এত বেশি হওয়ার আরও একটি কারণ হলো এর র্বীর্য। এর বীর্য থেকে যে বাচ্চাগুলো হয় তা সুলতানের মতোই বিশাল দেহের অধিকারী হয় । আর এই ষাড়ের বির্য রেডবুল কোম্পানিও কিনে থাকে তাদের এনার্জি ড্রিংক তৈরি করার জন্য। আর এই প্রজাতির গাভীগুলোর অনেক বেশি দূধ হয়। এর মালিক সুলতানকে দিয়ে প্রতিবছর 90 লক্ষ টাকার বেশি বিভিন্ন উপায়ে আয় করে থাকে । এছাড়াও বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে সুলতান বিভিন্ন সময় জিতে এর মালিক কে অনেক টাকা ইনকাম করে দেয়।
4. Juvoraj.
ভারতের হরিয়ানার যুবরাজ নামের এই ষাড় টির মূল্য 9 কোটি টাকা। এই যুবরাজের ওজন প্রায় ১৫০০ কেজির উপরে। ৯ ফুট লম্বা ও ১৫০০ কেজির চেয়েও বেশি ওজনের এই গল্পটাকে দেখলে যে কেউ ভয় পেয়ে যাবে । এই ষাড়টির বীর্য খুবই মূল্যবান। আর ষাড়ের বীর্য বিক্রি করেই এর মালিক লক্ষ লক্ষ টাকা আয় করে থাকে। আবার এই ষাঁড়ের বীর্য দিয়েও রেড বুল এনার্জি ড্রিংকসও তৈরি করা হয়। আর আপনি জানলে অবাক হবেন এই ষাড়ের বীর্য থেকে জন্ম নেয়া এক একটি বাছুরের মূল্য প্রায় তিন লক্ষ টাকার উপরে। আর এই প্রজাতির গাভীগুলো প্রতিদিন ২০ থেকে ২২ লিটার দুধ দিয়ে থাকে। যুবরাজ প্রতিদিন 10 লিটার দুধ, ১০ কেজি গাজর, আরো বিভিন্ন রকমের সবজি খেয়ে থাকে। যুবরাজ কে প্রতিদিন সরিষার তেল দিয়ে মালিশ করা হয়। তাছাড়া যুবরাজ কে জিম ও কয়ানো হয়। এই যুবরাজের দাম 9 কোটি টাকা বলা হলেও এর মালিক তাকে বিক্রি করেনি।
3. Shahenshah.
রাজা মহারাজাদের মতোই শাহেন শাহের সাথে সবসময় চার থেকে পাঁচজন বডিগার্ড থাকে। আর বডিগার্ড গুলো সব সময় শাহেনশাহের সেবা-যত্ন করে থাকে থাকে। এই শাহেনশাহ এর উচ্চতা ৬ ফুট এবং ওজন ১৬০০০ কেজির মত। এই শাহেনশাহের মুল্য 25 কোটি টাকারও বেশি। যা দিয়ে বিশাল বিশাল বাড়ি, রোলস রয়েসের মত গাড়িও কেনা যায়। এত দাম হওয়া সত্ত্বেও গরুটির মালিক তাকে বিক্রি করতে চায় না । তাকে মদ, দুধ, কাজু বাদাম, ঘি সহ আপেল আঙ্গুরের মত ফলও খাওয়ানো হয়ে থাকে। আর শাহেন শাহকে গোসল করানোর জন্য আলাদা একটি সুইমিং পুল বানানো হয়েছে। ভারতের হায়দারাবাদে জন্ম নেওয়া এই ষাড়টির বীর্য নেওয়ার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে। এই শাহেন শাহের শরীর দেখেলেই বোঝা যায় এর নাম কেন শাহিনশাহ রাখা হয়েছে। শাহেন শাহের বয়স বর্তমানে সাত বছর আর এর আকার লম্বায় ১৪ ফুট এবং উচ্চতা ৬ ফুট। ১৬০০ কেজি ওজনের এই ষাড়কে যখন বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়, তাকে দেখে তখন মানুষ তাকিয়ে থাকে। এর খাবারের পিছনে প্রতিদিন হাজার হাজার টাকা খরচ করতে হয়। এই ষাড়টির মুল্য ১৫ কোটি টাকা বলা হলেও এর মালিক তাকে বিক্রয় করেনি। কারন এই ষাড়ের বীর্য বিক্রয় করে এর মালিক প্রচুর পরিমানে টাকা আয় করে থাকে।
5. Harizon
বন্ধুরা, এটি পৃথিবীর দামি ষাড় গুলোর মধ্যে অন্যতম। এটি হরিজন প্রজাতির একটি ষাড়। এই ষাড় টির মুল্য ৮০ কোটি টাকা। সাউথ আফ্রিকার এই ভয়ানক ষাড়টির বিশেষত্ব হলো এর দানবীয় শরীর ও এর ৫৬ ইঞ্চি লম্বা শিং। ২০১৮ সালে এই ষাড়টি নিলামে ৮০ কোটি টাকায় বিক্রি হয়। এই ষাড়ের সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই ষাড়ের বীর্য থেকে উৎপন্ন একটি বাচ্চার মুল্য ১ কোটি টাকা। আর জন্মের সময় একটি বাচ্চার ওজন ৮০ কেজি পর্যন্ত হয়ে থাকে।