নগদ একাউন্ট খোলার পদ্ধতি সহজ উপায়ে – How To Open Nagad Account Easy ways

  

 নগদ একাউন্ট খোলার পদ্ধতি সহজ উপায়ে  – How To Open Nagad Account Easy ways 

নগদ মোবাইল ব্যাংকিং কি - what is Nagad mobile banking account

বাংলাদেশে অনেকগুলো মোবাইল ব্যাংকিং সেবা চালু করা রয়েছে । এর মধ্যে নগদ মোবাইল ব্যাংকিং হল একটি । দারুন সব আকর্ষণীয় ফিচার নিয়ে চালু করা হয়েছে এই নগদ মোবাইল ব্যাংকিং সেবা , যার ফলে বাংলাদেশ উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে সক্ষম হবে। বাংলাদেশ ডাক বিভাগ নগদ নামে এই  মোবাইল ব্যাংকিং সেবা চালু করেছে।


 আজ আমি এই লেখাতে আপনাদের সাথে শেয়ার করব নগদ একাউন্ট কিভাবে  তৈরি করা যায় ?? 


 নগদ একাউন্ট খোলার পদ্ধতি সহজ উপায়ে  – How To Open Nagad Account Easy ways 


নগদ মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খোলার জন্য কয়েকটি মাধ্যম আছে। আপনি চাইলে যেকোনো একটি দিয়ে এই নদদ মোবাইল ব্যাংকিং একাউন্ট তৈরি করতে পারেন। 


প্রথমটি হল নদদ এজেন্টদের মাধ্যমে এবং 

দ্বিতীয়টি হল নদদ মোবাইল অ্যাপসের মাধ্যমে।



 

কিভাবে এজেন্টের মাধ্যমে নদদ একাউন্ট তৈরি করা যায়


প্রথমে আপনাকে আপনার এলাকার কাছের যেকোনো নদদ মোবাইল ব্যাংকিং এর এজেন্টের দোকানে যেতে হবে, নদদ এজেন্টের কাছে যাওয়ার সময় আপনার ব্যবহার করা মোবাইলটি আপনার সাথে নিতে হবে আর  আপনার জাতীয় পরিচয় পত্রের (NID) কার্ডটি আপনার সাথে নিতে হবে। এখানে উল্লেখ্য যে ,, যার নামে নদদ একাউন্ট তৈরি করবেন ,তার NID কার্ড আপনার প্রয়োজন হবে। আরেকটা কথা বলতেই ভুলে গেছি ,সাথে এক কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যাবেন, যদি থাকে আরকি । না থাকলে অবশ্য সমস্যা নেই । রকেট এজেন্ট আপনার ছবি তুলতে পারবে সেখানে বসেই ।


নদদ মোবাইল ব্যাংকিং এর এজেন্টের কাছে গিয়ে আপনার যেই নাম্বার দিয়ে নদদ একাউন্ট খুলবেন সেই নাম্বারটি দিন । এরপর নদদ এজেন্ট আপনার কাছে এনআইডি কার্ড চাইলে আপনার সাথে থাকা জাতীয় পরিচয় পত্রের কার্ড আছে সেটি এজেন্টের কাছে দিন । 


যখন নদদ এজেন্ট আপনার দেয়া মোবাইল নম্বর দিয়ে একাউন্ট তৈরি করবেন , তখন আপনার ঐ মোবাইল নাম্বারে একটি OTP কোড পাঠানো হবে। তখন নদদ এজেন্টকে সেই OTP কোডটি বলুন ।এরপর নদদ এজেন্ট আপনার জাতীয় পত্রের তথ্য দিয়ে সম্পূর্ণ ফরমটি পূরণ করবেন । 



তারপর আপনার মোবাইলে একটি অস্থায়ী পিন নম্বর পাঠানো হবে এবং এরপর  আপনাকে আপনার ইচ্ছামতো একটি নতুন পিন নম্বর তৈরি করতে হবে ।আপনি আপনার মোবাইল থেকে *১৬৭# ডায়াল করে নতুন পিন নাম্বারটি সেট করে নিবেন । এখানে আপনাকে একটা অনুরোধ করব যে আপনার এই পিন নাম্বারটি সবসময় গোপন রাখবেন কখনোই কারো কাছে বলবেন না । 



ঘরে বসে কিভাবে নদদ অ্যাকাউন্ট খুলবেন ?


নদদ অ্যাকাউন্ট অ্যাপস দিয়ে খোলার সুবিধা 


আপনার হাতে যদি একটি এন্ড্রয়েড মোবাইল থাকে তাহলে সেই এন্ড্রয়েড মোবাইল দিয়ে খুব সহজেই আপনার নদদ একাউন্ট নিয়ন্ত্রণ করতে পারবেন । অ্যাপস দিয়ে নদদ একাউন্ট ব্যবহার করার কিছু সুবিধা রয়েছে নিম্নে সেগুলো আলোচনা করা হলো 


  1. ঘরে বসেই আপনি সেন্ড মানি করতে পারবেন বাংলাদেশের যেকোনো নদদ নাম্বার এ ।
  2. খুব সহজে কিউআর কোড স্ক্যান করে এজেন্ট পয়েন্ট থেকে ক্যাশ আউট করতে পারবেন ।
  3. মোবাইল রিচার্জ করতে পারবেন ।
  4. খুব সহজেই নদদ একাউন্টের মাধ্যমে মার্চেন্ট পয়েন্টর টাকা পেমেন্ট করতে পারবেন 
  5. অন্য নদদ একাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারবেন যেকোনো সময় ।। 
  6. বিভিন্ন বিল পরিশোধ করতে পারবেন 

অ্যাপস দিয়ে নদদ একাউন্ট খোলার নিয়ম


এজন্য আপনার কাছে সর্বপ্রথম একটি অ্যান্ড্রয়েড মোবাইল থাকতে হবে ।প্রথমেই আপনা মোবাইলটিকে নেট কানেকশন এর সাথে যুক্ত করে নিন। এরপর Google Play Store থেকে নদদ অ্যাপস টি ডাউনলোড ও  ইনস্টল করে নিন । এবার  অ্যাপসটি ওপেন করুন, ওপেন করার পর আপনার মোবাইল নাম্বার দিন এবং মোবাইল অপারেটর সিলেক্ট করুন। আপনি কোন অপারেটর ব্যবহার করছেন তা নির্বাচন করুন, গ্রামীণফোন, বাংলালিংক, টেলিটক বা রবি। এরপর আপনার তথ্যগুলো সাবমিট করলে কিছুটা সময় লোড নিতে পারে ।

 

তারপর নদদ একাউন্ট খোলার জন্য যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে একটি OTP কোড পাঠানো হবে এবং আপনি সেই কোড দিয়ে আপনার মোবাইল নম্বর নিশ্চিত করুন।



তারপর আপনি আপনার মোবাইল দিয়ে জাতীয় পরিচয় পত্রের  (NID) কার্ডের দুই পাশের ছবিটি স্পষ্টভাবে তুলুন এবং সাবমিট করুন ।


তারপরে আপনাকে আপনার মোবাইল দিয়ে  নিজের একটি ছবি তুলতে হবে যা অ্যাপসটি আপনাকে স্বয়ংক্রিয়ভাবে দেখাবে। আপনি সঠিক ভাবে আপনার ছবি তুলুন। যখন আপনি একটি ছবি তুলবেন, তখন আপনাকে অবশ্যই আপনার মুখটি একটু নড়াচড়া করতে হবে এবং তারপর এটি স্বাভাবিক অবস্থায় রাখতে হবে। ছবি ভালোভাবে তোলা হয়ে গেলে ok-তে ক্লিক করবেন ।

 

 

যদি আপনার সাবমিট করা ছবি এবং জাতীয় পরিচয় পত্র সঠিক থাকে। তাহলে আপনার নদদ অ্যাকাউন্ট টি সাকসেসফুলি ভাবে তৈরি হয়ে যাবে। এরপর আপনাকে নদদ অ্যাপসে স্বাগতম জানান হবে । 



তারপরে আপনি চলুন শুরু করা যাক অপশনে ক্লিক করুন । এখানে একটি নতুন চার অঙ্কের পিন নম্বর তৈরি করতে হবে আপনাকে । এই পিন নম্বরটি কখনো কারো সাথে কখনোই শেয়ার করবেন না।


আপনার মোবাইল নাম্বার ও পিন নাম্বার দিয়ে নদদ অ্যাপসে  লগইন করার পর সমস্ত নদদ এর সুবিধা গুলি উপভোগ করতে পারবেন ।


ঘরে বসে নদদ অ্যাকাউন্ট তৈরি করতে আপনার যদি কোন প্রকার সমস্যা হয় তাহলে আমাদের কমেন্টস করে জানাবেন । আমরা আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করব ।


এরকম আরো ইনফরমেটিভ পোস্ট পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাইট টি  প্রতিনিয়ত ভিজিট করুন । ধন্যবাদ ।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url