উইন্ডোজ ১১ ইনস্টল যেভাবে দিবেন আপনার পিসিতে । Windows 11 Download 2021
উইন্ডোজ ১১ ইনস্টল যেভাবে দিবেন
আপনার পিসিতে । Windows 11 Download 2021
মাইক্রোসফট এর অফিসিয়াল সাইট ২০২১ এর ২৪ তারিখে জানা যায় যে তারা উইন্ডোজ ১১ নামে নতু একটি অপারেটিং সিস্টেম চালু করতে যাচ্ছে। তবে তারা আগের এক ঘোষনায় বলেছিল, উইন্ডোজ ১০ ই তাদের সর্বশেষ (OS) চালু থাকবে। তবে মাইক্রোসফট তাদের ইউজারদের সন্তুষ্টি প্রদানের কথা মাথায় রেখে এই উইন্ডোজ ১১ আনার কথা ঘোষণা করেছে।
তারা তাদের সাইটে বিস্তারিত জানিয়ে দিয়েছিল কি কি থাকছে তাদের নতুন এই অপারেটিং সিস্টেমে উইন্ডোজ ১১ তে। কিছুদিন পরেই Windows 11 এর বেটা ভার্ষন লিক হয়ে যায়। অনেকেই তা বিভিন্ন সাইট থেকে খুঁজে বের করে ডাউনলোড দিয়ে তাদের কম্পিউটারে ইন্সটল করে। কিন্তু এটা ছিল আনলিগাল সিস্টেম। এভাবে বিভিন্ন সাইট থেকে ডাউনলোড করা ফাইল এর মাধ্যমে অপারেটিং সিস্টেম ইনস্টল করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কারণ এতে ভাইরাস থাকতে পারে। বর্তমানে এত বেশি রিক্স নেই উইন্ডোজ ১১ ইন্সটল করার জন্য, এত ঝামেলা হয় না। এখন চাইলেই যে কেউ তাদের পিসি বা ল্ল্যাপটপ এ ডিফল্ট সেটিং থেকে windows 11 এর বেটা ভার্ষন ইনস্টল দিতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আপনার কম্পিউটারে Windows 11 Instal করতে পারবেন।
আপনার কম্পিউটারে যা থাকতে হবেঃ
১. নুন্যতম ৪ জিবি র্যম।
২. হার্ডডিস্ক কমপক্ষে 64 gb ফাকা থাকতে হবে।
৩. কম্পিউটারে সিস্টেম ফার্মওয়ার থাকতে হবে UEFI মুডে।
৪. প্রসেসর হতে কমপক্ষে 1 GHz এর উপরে।
৫. TPM এর ২.০ চিপ থাকতে হবে।
৬. ৬৪ বিট হতে হবে।
৭. প্রসেসর কমপক্ষে ডুয়াল কোর বিশিষ্ট হতে হবে।
উইন্ডোজ ১১ ইনস্টল
অনেকেই তাদের কম্পিউটারে উইন্ডোজ 11 ইন্সটল করার সময় এই টিপিএম ২.০ এর সমস্যায় পরে থাকেন। তাই আপনি প্রথমে দেখে নিন আপনার কম্পিউটারে TPM 2.0 ভার্সনটি রয়েছে কিনা।
এর জন্য আপনার কম্পিউটার থেকে ( Win + R ) কিবোর্ড থেকে বাটন দুটি একসাথে চাপুন। তখন আপনার সামনে Run ওপেন হবে। সেখানে কিবোর্ড থেকে টাইপ করুন "( tpm.msc ) "। এরপর OK তে ক্লিক করুন। যদি টিপিএম থাকে আপনার কম্পিউটারে , তাহলে এই লেখাগুলো দেখতে পাবেন - Overview - status - available options - TPM Manufacturers Information। এই লেখাগুলো আসলেই আপনি বুঝতে পারবেন যে আপনার কম্পিউটারে টিপিএম এনাবল আছে। আর যদি আপনার কম্পিউটারে টিপিএম না থাকে তাহলে লেখা আসবে - Compatible TPM
Cannot be found.
অনেক কম্পিউটারই দেখা যায় যে টিপিএম আছে কিন্তু উইন্ডোজ ১১ ইন্সটল হবে না বলে ওয়ার্নিং দিচ্ছে। এ সমস্যার সমাধান করার জন্য আপনাকে টিপিএম আপডেট করতে হবে।
আপনার কম্পিউটারের হার্ড ড্রাইভ জিপিডি মুডে থাকলে ও TPM Enable তাকলেই আপনি উইন্ডোজ 11 দেওয়ার জন্য রেডি হতে পারেন।
টিপিএম বা জিপিডি মুড নিয়ে যদি আপনার কোন সমস্যা হয় তাহলে ইউটিউবে গিয়ে সার্চ দিবেন বিভিন্ন ভিডিও পাবেন তা দেখে খুব সহজেই সমাধান পেয়ে যাবেন।
এবার আপনার কম্পিউটার থেকে start মেনু >> settings >> update & security ক্লিক করুন। সেখান থেকে windows Onsider programme ক্লিক করুন। এরপর Get Started এ ক্লিক করুন। এরপর আপনার মাইক্রোসফট ইমেইল একাউন্ট দিয়ে লগইন করুন। যদি মাইক্রোসফট ইমেইল একাউন্ট না থাকে তাহলে খুলে নিন। ইমেইল কনফর্ম হয়ে গেলে তিনটা অপশন আপনার সামনে আসবে। সেখান থেকে Beta Chanel সিলেক্ট করুন। এরপর কনফির্ম এ ক্লিক করুন। আবার কনফার্ম এ ক্লিক করবে। এরপর রিস্টার্ট অপশনে ক্লিক করুন। আপনার কম্পিউটার রিস্টার্ট হয়ে যাবে। এরপর আবারো আপডেট এন্ড সিকিউরিটি অপশনে যান। এরপর Check for updates এ ক্লিক করুন।
এখানে কিছুটা সময় লোড নিতে পারে। এরপরই দেখতে পাবেন Windows 11 ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। ১০০% পর্যন্ত ডাউনলোড হয়ে গেলে আপনি আপনার কাংখিত উইন্ডোজ 11 ইন্সটল করে নিন।
Windows 111 এর বেটা ভার্সন এরপর থেকে ব্যবহার করতে পারবে। কিন্তু আপনি যদি উইন্ডোজ 11 এর পূর্ণাঙ্গ ভর্ষন ব্যবহার করতে চান তাহলে 2021 সালের অক্টোবরের 5 তারিখ পর্যন্ত অপেক্ষা করুন। নাকি সফটওয়্যার অফিসের ওয়েবসাইট থেকে উইন্ডোজ 11 এর পূর্ণাঙ্গ ভার্সন আপডেট করা হবে। ধন্যবাদ।