উইন্ডোজ-১১ এর প্রধান প্রধান ফিচারগুলো এক নজরে দেখে নিন - windows 11 features in bangla - windows 11 ISO

উইন্ডোজ-১১ এর প্রধান প্রধান ফিচারগুলো এক নজরে দেখে নিন - windows 11 features in bangla - windows 11 ISO

Windows 11 সম্প্রতি রিলিজ হওয়া মাইক্রোসফট এর সর্বশেষ অপারেটিং সিস্টেম। কিন্তু কথা ছিল উইন্ডোজ ১০ ই  হবে microsoft-এর লাস্ট OS আপডেট। আগেরদিনে মানুষ শুধু কম্পিউটারকে বিভিন্ন কাজের জন্য ব্যবহার করত। সেটা ব্যক্তিগত কাজ কিংবা বাণিজ্যিক কাজ ছিল। কিন্তু এখনকার এই যুগে মানুষ কম্পিউটার শুধু কাজের জন্যই ব্যবহার করে না। কম্পিউটারে বিভিন্ন কাজ করার পাশাপাশি মুভি দেখা, ভিডিও গেমস খেলার পাশাপাশি বিভিন্ন ধরনের বিনোদনের কাজেও আজকাল মানুষ কম্পিউটার ব্যবহার করছে। বর্তমানে ইউজারদের বিভিন্ন সুযোগ সুবিধার কথা চিন্তা করে বিভিন্ন ফিচার এর কথা মাথায় রেখে মাইক্রোসফট আবারো নিয়ে এলো উইন্ডোজ ইলেভেন। মাইক্রোসফট এবার ইউজারদের Windows 11 এর মাধ্যমে উপহার দিতে যাচ্ছে নানা রকম ফিচার ও আকর্ষণীয় ডিজাইন। 




 যাই হোক, চলুন আমরা জেনে নেই 


আপনার কম্পিউটারে যা দরকার হবে windows 11 Install করার জন্য 

 

 ১. নুন্যতম ৪ জিবি র‍্যম।

২. হার্ডডিস্ক কমপক্ষে 64 gb ফাকা থাকতে হবে।

৩. কম্পিউটারে সিস্টেম ফার্মওয়ার থাকতে হবে UEFI মুডে। 

৪. প্রসেসর হতে কমপক্ষে 1 GHz এর উপরে।

৫. TPM এর ২.০ চিপ থাকতে হবে। 

৬. ৬৪ বিট হতে হবে। 

৭. প্রসেসর কমপক্ষে ডুয়াল কোর বিশিষ্ট হতে হবে। 


তবে এখানে একটা কথা আছে, Windows 11 নতুন কিছু ফিচার নিয়ে এসেছে তেমনি কিছু রিকয়ারমেন্ট নিয়ে এসেছে। আপনাকে শুরুতেই জানতে হবে যে আপনার কম্পিউটারে উইন্ডোজ ইলেভেন সাপোর্ট করবে কিনাঅবশ্য এ বিষয়ে আপনাকে খুব বেশি চিন্তা করতে হবে না কারণ,  windows pc health check নামে microsoft-এর ছোট্ট একটি apps  রয়েছে। এর মাধ্যমে আমি খুব এর মাধ্যমে আপনি খুব সহজেই জানতে পারবেন আপনার কম্পিউটারে উইন্ডোজ ইলেভেন ইন্সটল করতে পারবেন কি পারবেন না।


তবে আপনি এতোটুকু নিশ্চিত হতে পারেন যে,  আপনার কম্পিউটারটি যদি ৩ থেকে ৪ বছরের মধ্যে কিনে থাকেন, তাহলে আপনি ধরে নিতে আপনার কম্পিউটারে খুব সহজভাবে windows 11 setup দিতে পারবেন। 


এখন আমরা জানব উইন্ডোজ 11 তে যে সমস্ত ফিচারগুলো পেতে যাচ্ছেন আপনি। 


উইন্ডোজ-১১ এর প্রধান প্রধান ফিচারগুলো


উইন্ডোজ 11 তে  সর্বপ্রথম যে পরিবর্তন কি আপনার চোখে পড়বে সেটা হচ্ছে টাস্কবার। উইন্ডোজ 11 তে টাস্কবার ও স্টার্ট মেনু কে যেন মনের মাধুরী মিশিয়ে সাজানো হয়েছে। উইন্ডোজ 11 তে স্টার্ট মেনু এবং টাস্কবার থাকবে মিডল পজিশনে, যা দেখতে অনেকটা অ্যাপলের ম্যাক এর অপারেটিং সিস্টেম এর মত মত। অর্থাৎ স্টার্ট মেনু স্ক্রিনের মাঝখানে থাকবে যা দেখতে অনেকটা ভালোই লাগে। স্টার্ট বাটনের যুক্ত করা হয়েছে মাইক্রোসফটের ক্লাউড ও মাইক্রোসফট 365, যার ফলে এর ইউজাররা খুব সহজেই যে কোন ডকুমেন্ট খুঁজে নিতে পারবেন মাইক্রোসফটের ক্লাউড এর মাধ্যমে , তাও আবার যে কোন ডিভাইস থেকে, মোবাইল কিংবা ল্যাপটপ কিংবা ডেস্কটপ থেকে। যদি একই মাইক্রোসফট একাউন্ট কানেক্ট করা থাকে। 



মাইক্রোসফ্ট টিমস যুক্ত হয়েছে microsoft-এর মেসেজিং অ্যাপস এর সাথে। এর ফলে আগের আরো সহজ হবে প্রিয়জনদের সাথে কানেক্ট হওয়া। যার ফলে পৃথিবীর যেকোন প্রান্ত থেকে আইওএস, উইন্ডোজ ও android ইউজার রা live chat করতে পারবেন অডিও, ভিডিও, sms দ্বারা। এমন কি যে টিমস apps বয়হার করে না তার সাথেও টু ওয়ে এসএমএসের মাধ্যমে chat করা যাবে। 


wndows 11 এর মাধ্যমে Devoloper ও Creator রা বেশি করে Tv Show, Movie, apps, Games করে কোন বাধা বিঘ্ন ছাড়াই Microsoft store এ পাবলিশ করতে পারবেন। মাইক্রোসফট এর ইকোসিস্টেম ব্যবহার করে ডেভোলাপাররা 85/15 নীতিতে রেভিনিউ জেনারেট করতে পারবেন।   


উইন্ডোজ 11 তে মাল্টিটাস্কিং এর দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। উইন্ডোজ 11 তে একাধিক লে-আউট পাবেন এর ব্যবহারকারীগণ। উইন্ডোজ 11 এর ইউজারদের স্নাপ গ্রুপ ও ডেস্কটপ স্নাপ লেয়াউট  মত ফিচারগুলো আরো ভালোভাবে ব্যবহারের সময় উপভোগ করা যাবে। 


উইন্ডোজ 11 তে কম্পিউটারের স্ক্রিনে একই সাথে অনেকগুলো apps ও windows পাশাপাশি রেখে কাজ করা যাবে খুব সহজ ভাবেই। স্পেস কাস্টমাইজ করা যাবে গেমিং কিংবা অন্য যেকোন কাজ করার সময়। এছাড়াও wndows 11 তে ভয়েস টাইপ করার সুনিধা দেয়া হয়েছে। অটো HDR সংযুক্ত করা হয়েছে যা গেমারদের জন্য বিশাল একটা আনন্দের খবর। যার কারনে অনেক বড় স্ক্রিনে খুব ভাল ভাবেই গেমস স্মুথলি রান করতে পারবেন।


উইন্ডোজ ১১ এর আরেক টা বড় আপডেট পাবেন ডেভোলাপাররা। মাইক্রোসফট স্টোর আগের চেয়ে বেশি সুন্দর ও আকর্ষনীয় ডিজাইনে ডেভোলাপারদের কাজ করার আগ্রহ বাড়ানোর জন্য সাজানো হয়েছে। আমাজন apps store থাকা সকল anroid apps এখন থেকে উইন্ডোজ ১১ তে ব্যবহার করা যাবে একেবারে ডাইরেক্ট ডাউনলোড করেই। 



উইন্ডোজ ১১ তে নতুন করে ১০০ এর বেশি নতুন পিস গেমস। যা গেমারদের আরো আকৃষ্ঠ করবে কম্পিউটার স্ক্রিনে বন্দী থাকার জন্য। 



Windows 11 Instal পদ্ধতি জানতে এই লেখাটি পড়তে পারেন। 

উইন্ডোজ ১১ ইমস্টল যেভাবে দিবেন আপনার পিসিতে। Windows 11 Download 2021


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url