নতুন ব্লগাররা যে ৮ টি ভুল করে থাকে | Most 8 Mistake of a New Blogger Bangla

 নতুন ব্লগাররা যে ৮ টি ভুল করে থাকে | Most 8 Mistake of a New Blogger Bangla


অনেকেই শখের বশবতী হয়ে ব্লগিং করে থাকে। আবার অনেকেই বর্তমানে ব্লগিংকে পেশা হিসেবে নিয়েছে। কারন ব্লগিং করে বর্তমানে টাকা ইনকাম করা যায়। দিন যত গড়াচ্ছে ততোই ব্লগারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ইন্টারনেট দুনিয়ায় নতুন করে যুক্ত হচ্ছে নতুন নতুন ওয়েবসাইট বা ব্লগার সাইট। কিন্তু কতজনই বা এই ব্লগিং করে সফল হচ্ছে? আর যারা সফল হতে পারছে না তাদের সমস্যাগুলো আসলে কি? 


নতুন ব্লগার রা শুরুতেই এমন কিছু ভুল করে থাকে যার ফলে সে ভবিষ্যতে সফল হতে পারেনা। আসলে এই ভুলগুলো নতুন ব্লগাররা যতটা না ভুল করে তার চেয়ে বেশি করে অতি উৎসাহিত হয়ে। 


আজকে আমরা আলোচনা করব নতুন ব্লগাররা যে ৮ টি মারাত্ত্বক ভুল করে থাকে যার জন্য তাদের সফল হতে সময় বেশি লাগে বা সফল হতেই পারেনা। 


১. নিয়মিত পোস্ট না করা 


অনেকের অন্যন্যদের থেকে অতি উৎসাহিত হয়ে একদিনেই ১২/১৪ টা পোস্ট করে বসে থাকে। এরপর আর দুই এক মাসের মধ্যে আর পোস্ট করার খবর থাকে না। ভাবে এতেই আমার সাইট অনেক বড় হয়ে যাবে আর আমি অনেক ভিজিটর পাব। এভাবে আদলে সফল ব্লগার হওয়া তো কোন মতেই সম্ভব নয়। 


একজন সফল ব্লগার হতে হলে নিয়মিতভাবে ব্লগ সাইটে পোস্ট করে যেতে হবে এতে ভিজিটর যত কমই আসুক না কেন। 


ধারাবাহিকভাবে পোস্ট না করলে সাইটের যে ভিজিটর আছে তাদের কে তো হারাতে হবে হবেই পাশাপাশি সাইট কখনোই গুগলে র‍্যাংক করবে না।


একটা বিষয় খেয়াল রাখবেন, প্রতি তিন দিনে যেন অন্তত একটি করে মানসম্মত পোস্ট করতে পারেন।


প্রথম দিনে রিচার্জ করবেন, দ্বিতীয় দিনে সেটা পোস্ট করবেন এবং তিন নাম্বার দিনে সেই পোস্টের জন্য ব্যাকলিংক তৈরি করবেন।


মোট কথা হলো, ব্লগিং করলে ধারাবাহিকভাবে করতেই হবে। এতে করে দেখবেন একদিন আপনিও সফলতা পেয়েছেন।


২. ভিজিটর না পেয়ে ভেঙ্গে পড়া 


নতুন ব্লগাররা কয়েকটি পোস্ট করেই বারবার চেক করতে থাকে সাইটে কতজন ভিজিটর আসলো। কোন পোস্টটি কতজন দেখলো। যখন দেখে সাইটে তেমন ভিজিটর আসছেনা তখন অনেকেই হতাশ হয়ে ভেঙ্গে পরেন, কেউ কেউ বা ব্লগিং করা ছেড়েই দেয়। 


এমন কাজ কখনোই করা যাবেনা। একটা বিষয় মনে রাখবেন আপনার সাইটে যদি ভাল মানের ৫০-৬০ টি আর্টিকেল থাকে তাহলে এক সময় এমনিতেই ভিজিটর আসতে থাকবে। তাই ভিজিটরের দিকে না তাকিয়ে কোয়ালিটিফুল আর্টিকেল পাবলিশ করার চেষ্টা করুন। ভিজিটর এমনিতেই পাবেন।


৩. শুরুতেই টাকা আয় করার ধান্দা


যারা ব্লগিং করে তাদের আসল চাওয়াটা  কিন্তু টাকা ইনকাম করার ইচ্ছা। তা যে যাই বলুক। কিন্তু তার জন্য সাইটকে ভাল একটা পজিশনে নিয়ে যেতে হয়। তবেই না টাকা আয় করা সম্ভব। শুরুতে যেমন সাইটে ভিজিটর পাওয়া যস্য না, তেমনি টাকা ইনকামও করা যায় না।


টাকা আয় করার জন্য সাইট কে দারুন একটা অবস্থানে নিয়ে যেতে হবে আর এর জন্য যথেষ্ট পরিমানে শ্রম, সময় দিতে হবে আর ধারাবাহিক ভাবে কাজ করে ধৈর্য ধারন করে থাকতে হবে। মনোযোগ দিয়ে ভাল মানের আর্টিকেল ঢালতে হবে। তবেই একদিন প্রচুর পরিমানে টাকা আয় করতে পারবেন। 


একটা কথা মনে রাখবেন ধৈর্যের ফল সব সময় সুস্বাদু হয়ে থাকে।


৪. একসাথে কয়েকটা ব্লগ চালানো


নতুন করে যারা ব্লগিং করতে আসেন তাদের ইচ্ছা ও আশা থাকে পাহাড় সমান 

তাই অনেক বেশি আয় করার জন্য একসাথে বেশ কয়েকটা ব্লগ সাইট খুলে থাকে। একটা খুলে হেলথ নিয়ে, একটা খুলে টেক নিয়ে, আরেক টা খুলে নিউজ নিয়ে। আর‍্য কত কি? 


একটা সময় এমন পরিস্থিতি হয় যে, একটা সাইটও সফলতার মুখ দেখতে পারে না। তখন ব্লগিং করার ইচ্ছাটাই যেন ধুলিস্যাৎ হয়ে যায়। একটা সাইট যদি ভালভাবে দাড়িয়ে যায়, তাহলে আর কি লাগে? 


একটা কথা মনে রাখবেন একসাথে দুই নৌকায় পা রাখার ফল কিন্তু ভাল হয় না।


৫.ভালভাবে (SEO) এই ই ও না করা


ব্লগিং সেক্টর টা হচ্ছে অত্যান্ত চ্যালেঞ্জিং একটা সেক্টর। এখানে অত্যান্ত বিচক্ষনতার সাথে কাজ করে টিকে থাকতে হয়। আর এজন প্রতিনিয়ত সাইটের পোস্ট গুলোকে সঠিকভাবে seo করতে হয়। পোস্ট গুলো যেন সার্চ করলেই গুগলের প্রথম পাতায় দেখায় এজন্য প্রত্যেক পোস্টের জন্য ব্যাকলিংক, লেখা, লিংক বিল্ডিং সহ সব কাজ করা খুবই দরকার। 


কিন্তু নতুন ব্লগাররা এখানেই কার্পন্য করে থাকে তারা এই seo এর পিছনে একটু সময়ও দিতে চায় না কিংবা জানে না।


ভালভাবে এস ই ও না করে পোস্ট করার চেয়ে ব্লগিং না করাই ভাল। কারন এতে শেষ পর্যন্ত শুধু শুন্যতাই কপালে জুটবে।


৬. আর্টিকেলের কোয়ালিটির উপর গুরুত্ব না দেয়া 


নতুন ব্লগারদের অনেকেই আছেন যারা একটা সাইট খুলেই এলোপাতাড়ি পোস্ট করতে থাকেন। যার ফলে তারা পোস্টের মানের চেয়ে কয়টি পোস্ট করলাম সেদিকেই বেশি গুরুত্ব দিয়ে থাকে। এতে করে কোন পোস্টের seo ভাল ভাবে করা হয় না তাই বেশি ভিজিটর ও পায় না। অবশেষে ফল হয় হতাশা আর ব্যার্থতা। 


তবে কনটেন্টের দরকার আছে, কারন কনটেন্ট ইজ কিং তাই বলে কোয়ালিটি কে কোনভাবেই উহ্য করে নয়। 


৭. সাইটের ডিজাইন বারবার পরিবর্তন করা


অনেকেই সাইট্রর থিম, প্লাগিং, উইজেট বারবাত পরিবর্তন করে দেখে কেমন দেখায়, কেমন কাজ করছে। এতে কিন্তু নিজেই নিজের সাইটে কুড়াল মাড়ছে। এর ফলে সাইট টি দেখতে খুবই বিশ্রী লাগে, seo তে সমস্যা হয় আর ভিজিটরেরা কনফিউশনে পরে যায়। 


ব্লগারের জন্য জন্য আহামরি কোন ডিজাইনের প্রয়োজন নেই। মোটামুটি সাদা সিধে ভাবে সাইট টি সাজানো গোছানো থাকলেই হল।


মনে রাখবেন, সব সময় যদি সাইটের ডিজাইন পরিবর্তন নিয়ে ব্যস্ত থাকেন,তাহলে ব্লগিং করবেন কখন? 


৮. সব সময় সাইট নিয়ে দ্বিধা মধ্যে থাকা


নতুন যারা ব্লগিং করা শুরু করে তারা অনেকেই ইউজার না পেয়ে হতাশ হয়ে যায়। তখন বারবার ব্লগিং এর টপিক বা নিশ পরিবর্তন করে থাকেন। ভাবে এই টপিকস থেকে অন্য টপিকসে গেলে মনে হয় বেশি ভিজিটর আসবে। কিন্তু আসলে ব্যাপারটা হয় হিতে বিপরীত হয়। 


তাই বারবার নিশ পরিবর্তন না করে আপনি যেই বিষয়ে ভাল পারেন, জানেন বা ভাল আগ্রহ আছে শুধু সেই একটি মাত্র টপিকসের উপর পোস্ট করতে থাকেন। দেখবেন আপনি এক সময় সফল হয়েছেন। 


তবে ভাই ভুলগুলো আমিও করেছি এমনকি এখনো করছি। সবার কাছে রিকোয়েস্ট থাকবে এই ভুলগুলো এড়িয়ে চলে সঠিক ভাবে ভাল মানের আর্টিকেল দিয়ে আপনার সাইট টি কে সমৃদ্ধ করে তুলুন। দেখবেন একদিন সফলতা আপনাকে ছুয়ে দিবে।


তাছাড়া আপনার চলার পথে কোন সমস্যা হলেতো YOUTUBE মামা তো আছেই । ধন্যবাদ ।


Next Post Previous Post
2 Comments
  • Imam Uddin
    Imam Uddin ৩ নভেম্বর, ২০২১ এ ৫:৫৪ PM

    সুন্দর লিখেছেন আপনি, ধন্যবাদ। ব্লগার ও ফ্রিল্যান্সিং নিয়ে আরো জানুনঃ গুগল পেনাল্টি মানে কি? Google Penalty - বাঁচতে হলে জানতে হবে!

  • নামহীন
    নামহীন ৬ ডিসেম্বর, ২০২২ এ ১০:০৫ AM

    An online on line casino should provide cheap bonuses and promotions, after all. 토토사이트 It’s not fun to earn actual money if the payout share isn’t that top. Okay, it’s still fun to earn actual money, however it’s clearly even better with a excessive RTP. With a wonderful gaming interface and an array of slot games, we had plenty of fun on this web site. From slot machines that never win to roulette wheels that stop when the supplier chooses, right here are|listed below are} a f...

Add Comment
comment url