ইউটিউব থেকে আয় কিভাবে করা যায় ? Earn Money From Yotube
ইউটিউব থেকে আয় কিভাবে করা যায় ? Earn Money From Yotube
বর্তমানে ইন্টারনেট থেকে টাকা ইনকাম করা যায় এটা আমরা অনেকেই জানি। কিন্তু কিভাবে যে ইন্টারনেট থেকে টাকা ইনকাম করা যায় তা আমরা হয়তো অনেকেই জানি না। ইন্টারনেট থেকে টাকা ইনকাম করার জন্য বর্তমানে হাজারো উপায় রয়ছে। ইউটিউব এর মাধ্যমে টাকা ইনকাম করা তার মধ্যে একটি। আর ইন্টাারনেট থেকে টাকা ইনকাম করার জন্য যতগুলো উপায় রয়েছে তার মধ্যে সবচেয়ে সহজ উপায় হচ্ছে ইউটিউব এর মাধ্যমে টাকা ইনকাম করা। আপনি যদি একটু খোজ নিয়ে দেখেন, তাহলেই দেখতে পাবেন আপনারই বন্ধুবান্ধবের মধ্যে কেউ না কেউ ইউটিউব থেকে টাকা ইনকাম করছে। কিন্তু কিভাবে ? আসল কি ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায় ? হ্যা করা যায়!
ভাল মানের ভিডিও বানিয়ে ইউটিউবে পাবলিশ করলে, সেই ভিডিও তে ইউটিউব বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন দেখায়। মুলত যার ভিডিও তে বিজ্ঞাপন দেখানো হয়, তার একাউনন্টে ইনকাম টা পৌছে যায়।
এক, প্রচন্ড ইচ্ছা শক্তি থাকতে হবে,
দুই. কঠোর পরিশ্রম করতে হবে,
তিন, একটি স্মার্ট ফোন বা কম্পিউটার থাকতে হবে
চার, ইন্টারনেট কানেকশন থাকতে হবে
পাচ, অগাধ ধৈর্য ধারন করার ক্ষমতা থাকতে হবে
ছয়, ভিডিও এডিট করা সম্পর্কে পর্যাপ্ত ধারনা থাকতে হবে
ইউটিউব থেকে টাকা ইনকাম করা যতটা সহজ ঠিক ততটাই কঠিন। যদি আপনি প্রবল ইচ্ছাশক্তি নিয়ে কঠোর পরিশ্রম করে ভিডিও বানাতে পারেন। তাহলেই আপনি সফল হতে পারবেন।
আপনাকে যা যা করতে হবে ইউটিউব থেকে টাকা কামানোর জন্য
১। প্রথমে আপনাকে Youtube এ একটি চ্যানেল তৈরি করতে হবে।
২। চ্যানেলটিকে সুন্দরভাবে সাজাতে হবে
৩। চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে।
যে বিষয়ে আপনার কাজ করতে বেশি ভাল লাগে কিংবা যে বিষয়ে আপনার ভাল অভিজ্ঞতা আছে সেই টপিকসের উপর ভিডিও বানাবেন ।
যেমনঃ
ক). Technology (টেকনোলজি)
খ).মোবাইল ফোন Review :
গ). Apps Review:
ঘ). রান্নাবান্নার ভিডিওঃ
ঙ). টিউটোরিয়াল ভিডিওঃ
চ). Streets Food Review:
ছ). ফানি ভিডিওঃ
আপনার চ্যানেলে যখন লাস্ট ১ বছরের মধ্যে ১০০০ সাবস্ক্রাইবার ও ৪০০০ ঘন্টা পুরন হবে। তখন আপনা চ্যানেল থাকে টাকা আয় করতে পারবেন। আর আয় করা টাকা বিভিন্ন ব্যাংকের মাধ্যমে তুলতে পারবেন।
অবশেষে বলব, প্রথমেই টাকার পিছনে না ছুটে ভাল মানের, ভাল ইনফরমেশন দিয়ে ভিডিও বানাতে থাকেন। তাহলেই দেখবেন আপনার চ্যানেল একদিন অনেক বড় হয়ে গেছে। অনেক সাবস্ক্রাইবার যুক্ত হয়েছে। আর তখন অটোমেটিকভাবে হাজার হাজার টাকা আপনার একাউন্টে ঢুকছে। তবে কখনোই অন্যের ভিডিও কপি করে আপনার চ্যানেলে দিবেন না। তাহলে আপনার চ্যানেল টা সাসপেন্ড হয়ে যেতে পারে।
কাজ করতে থাকেন। শুভ কামনা রইলো। আরো জানতে ইউটিউবে গিয়ে বেশি বেশি ভিডিও দেখুন। সব কিছুরই সমাধান পাবেন। ধন্যবাদ।