গাবতলী হাট কাপাচ্ছে সাকিব আল হাসানের গরু গুলো
হাট কাপাচ্ছে সাকিব আল হাসানের গরু গুলো
এবার কোরবানির হাট কাপাচ্ছে ক্রিকেটার সাকিব আল হাসানের গরু গুলো। সাকিব আল হাসানের গরুর ফার্ম সম্পর্কে হয়তো আপনারা সকলেই কমবেশি জানেন। সাকিব-আল-হাসান বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার একজন খেলোয়ার।আমাদের সর্বশেষ আপডেট পেতে Google News এ Follow করুন।
এই মানুষটি বাংলাদেশ ক্রিকেটের অগ্রযাত্রায় যেভাবে ভূমিকা রেখেছেন তেমনি ব্যবসায়ী হিসেবেও তার অবদান অসামান্য। sakib75 নামে তার একটি অনলাইন মেডিকেল সেবা রয়েছে। তিনি বর্তমানে 25 কোটি টাকা বিনিয়োগ করে পিপলস ব্যাংক এর মালিকদের মধ্যে একজন হয়েছেন। নাম লিখিয়েছেন স্বর্ণ ব্যবসায়ী হিসেবেও।
এর আগে তার চিংড়ি ও কাকড়া চাষের ফার্ম ছিল। করেছেন নিজের নামে রেস্টুরেন্টও। ধারণা করা হয় তার সব মিলিয়ে বিনিয়োগকৃত টাকার পরিমাণ প্রায় 100 কোটি টাকার মত। আর এই তালিকায় রয়েছে সাকিব আল হাসানের ব্লম এগ্রো ফার্ম লিমিটেড। তবে অন্যন্য পপ্রতিষ্ঠানের মত এই ফার্মেও তার আরো অংশীদার রয়েছে।
সাকিব আল হাসানের গরুর খামার
সাকিব আল হাসান এই ফার্মে সেই ২০২১ সাল থেকেই পরিচালনা করে আসছে। এই ফার্মে দেশি গরু মাছ ঔষধি গাছ ক্যাপসিকাম ফুলের গাছ হাঁস মুরগি লালন পালন করা হয়। এই ফার্মটি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবস্থিত।
সাকিব আল হাসানের এই গরুর ফার্মে দেশি-বিদেশি নানা জাতের বিশাল বিশাল সাইজের সব গরু রয়েছে। তার ফার্মে 5 মণ ওজনের গরু থেকে শুরু করে 35 মণ ওজনের গরু রয়েছে। বাস্তবে সাকিব আল হাসান বিশ্বসেরা ক্রিকেটার হবার পাশাপাশি একজন সফল ব্যবসায়ীও বটে।
সাকিব আল হাসানের এই গরুর ফার্মে দেশি-বিদেশি নানা জাতের বিশাল বিশাল সাইজের সব গরু রয়েছে। তার ফার্মে 5 মণ ওজনের গরু থেকে শুরু করে 35 মণ ওজনের গরু রয়েছে। বাস্তবে সাকিব আল হাসান বিশ্বসেরা ক্রিকেটার হবার পাশাপাশি একজন সফল ব্যবসায়ীও বটে।
আগেই বলেছি সাকিব আল হাসানের অসংখ্য ব্যবসার মধ্যে গরুর ফার্ম হল একটি ব্যবসা। গতবছর সাকিব আল হাসানের ফার্মে 120 থেকে 130 টির মত গরু ছিল। গত কোরবানির ঈদে ঐ গরুগুলোর বেশিরভাগই বিক্রি হয়ে গেছে।
কিন্তু এই বছর তারা নতুন করে একটি প্ল্যান করেছে। আর তা হল তারা এখন থেকে সারা বছর গরু বিক্রি করবে। কারণ বাংলাদেশে কুরবানি ঈদের পাশাপাশি সারা বছরই গরুর মাংসের ব্যাপক চাহিদা রয়েছে। এ বছর রোজার ঈদে তারা প্রায় 35 টি গরু বিক্রি করেছে।
আমাদের সর্বশেষ আপডেট পেতে Google News এ Follow করুন।
এই বছর সাকিব আল হাসানের ফার্মের ৫০ টি গরু কোরবানির হাট দাপিয়ে বেড়াচ্ছে। সাকিব আল হাসানের খামারের সবথেকে বড় গরুটির ওজন হবে ১২০০শ কেজির মতো। সাকিব আল হাসানের ফার্মের গরুগুলো খুবই স্বল্প মূল্যে বিক্রি করা হয়ে থাকে। এত কম দামে গরু বিক্রয় করার কারন জানতে চাইলে তিনি বলেন আমার কোন কিছুর কমতি নেই আমি শুধু এই ব্যবসা করি মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে।
তাই চাইলে আপনিও সাকিব আল হাসানের ব্লম এগ্রো ফার্ম থেকেও গরু কিনতে পারেন। আর সাকিব আল হাসানের এই মূল্যবান কথাটি আপনার কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্টস করে জানিয়ে দিন। আপনাসের আর একটা কথা জানিয়ে দেই। সাকিব আল হাসান কিন্তু তার নিজের ফার্মের গরুই কোরবানি দিয়ে থাকে।

সাকিব আল হাসান অসংখ্য প্রতিষ্ঠানের মালিক। কিন্তু সাকিব আল হাসান কে কোন প্রতিষ্ঠানেই তেমন একটা দেখা যায় ন। বাস্তবে তিনি কোন প্রতিষ্ঠানই সরাসরি দেখাশোনা করেন না। তিনি বেশিরভাগ সময়েই ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকেন। তার প্রতিষ্ঠানগুলো মূলত দেহাশোনা করেন তার অন্যন্য প্রতিষ্ঠানের অংশিদাররা অথবা নিয়োগকৃত দক্ষ কর্মকর্তা ওকর্মচারীরা। তবে তিনি মাঝে মধ্যে প্রতিষ্ঠানের প্রয়োজনে দেখতে আসেন। তিনি বেশিরভাগ সময়ে ভিডিও কলে প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রনের কাজ করে থাকেন।
বন্ধুরা সাকিব আল হাসানের গরুর ফার্ম সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো তাও আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।
আমাদের সর্বশেষ আপডেট পেতে Google News এ Follow করুন।