হাট কাপাচ্ছে ডিপজলের গরু

কোরবানির হাটে ডিপজলের গরু

কোরবানির হাট কাপাচ্ছে মনোয়ার হোসেন ডিপজল ভাইয়ের গরু। 2022 সালে অর্থাৎ এই বছরও কুরবানির হাট কাপাচ্ছে মনোয়ার হোসেন ডিপজল ভাইয়ের গরুগুলো। মনোয়ার হোসেন ডিপজল ভাইকে তো আপনারা সকলেই চিনেন । তিনি একজন চলচ্চিত্র অভিনেতা। চলচ্চিত্রে তিনি ভিলেনের অভিনয় করলেও বাস্তবে তিনি একজন অত্যন্ত ভালো মনের মানুষ। এবারে সিলেটে হওয়া বন্যার্তদের জন্য তিনি অনেক টাকার সাহায্য দিয়েছেন। তার রয়েছে বিশাল বিশাল সব গরুর খামার।  তার পশুপালনের প্রতি আলাদা একটা ভালোবাসা রয়েছে। 

আমাদের সর্বশেষ আপডেট পেতে  Google NewsFollow করুন।

ডিপজল ভাই প্রতি বছর কোরবানি ঈদের জন্য কোটি কোটি টাকার ষাঁড় গরু পালন করে থাকে। এছাড়াও তার পালন করা গরু প্রায় সারা বছরই বিক্রি হয়ে থাকে। তার খামারে রয়েছে কয়েক শো গরু। ডিপজল ভাই সমাজের সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি মূল্যবান কথা বলেছেন।  ডিপজল ভাইয়ের মতে, বাংলাদেশে যারা বেকার আছেন তারা সহজেই টাকা জমিয়ে গরু পালন করেই বেশ লাভজনক ব্যবসা করতে পারবেন। ডিপজল ভাইয়ের খামারে 5 মণ ওজনের গরু থেকে শুরু করে 40 কেজি ওজনের বিশাল বিশাল সাইজের গরু রয়েছে।
 

ডিপজলের গরুর খামার

ডিপজল ভাই প্রতিবছর তার খামার থেকে কয়েক কোটি টাকা ইনকাম করে থাকে। চলচ্চিত্র অভিনেতা ডিপজল ভাইয়ের অসংখ্য গরুর খামার রয়েছে সারা দেশে। আর গতবছরের মতো এ বছরও ডিপজল ভাইয়ের কয়েকশো গরু কুরবানির হাটে উঠেছে। অত্যন্ত মনোরম পরিবেশে বিদেশি পদ্ধতিতে পালিত হয় ডিপজল ভাইয়ের গরু গুলো। আর এদেরকে সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে ও সবুজ ঘাস খাইয়ে পালন করা হয়।
 
ডিপজল ভাইয়ের গরু গুলোকে সবুজ ঘাসের পাশাপাশি বিভিন্ন ভালো ভালো কোম্পানির মানসম্মত  ফিড খাওয়ানো হয় এতে করে গরু গুলো আরো বেশি মোটা তাজা হয়। আজ থেকে প্রায় দশ পনের বছর আগে তিনি একটি গরুর খামার করেছিলেন । এরপর শেইখ আমার থেকেগরু পালনে লাভবান হন তিনি । তারপর আস্তে আস্তে তিনি অনেকগুলো গরুর খামার করেন। বর্তমানে সবগুলো গরু মিলিয়ে কয়েকশো গরু আছে তার খামারে। আর এই বছর কোরবানির হাট দখল করেছে মনোয়ার হোসেন ডিপজল ভাইয়ের গরুগুলো।

কোরবানির হাট কাপাচ্ছে ডিপজলের গরু

তো চলুন এবার আমরা তার খামারের বড় বড় আকর্ষণ গুলো সম্পর্কে আর একটু ভালভাবে জেনেই নেই।  ডিপজল ভাই তার খামারে অসংখ্য গরু লালন পালন করেছেন। তার খামারে বিভিন্ন প্রজাতির গরু রয়েছ। যেগুলো এর আগে আমরা কখনই হয়তোবা আপনারা দেখেন নি আর এ বছরও ডিপজল ভাই তার খামারে নতুন নতুন প্রজাতির গরু উঠিয়েছে। 

ডিপজলের ছাগলের খামার

মনোয়ার হোসেন ডিপজল ভাইয়ের খামারে পালন অনেক অনেক রড় রড় সাইজের গরু পালন করা হয়। এগুলো ছাড়াও ডিপজল ভাইয়ের খামারে রয়েছে বৈচিত্র্যময় কিছু বিদেশি গরু। ডিপজল ভাইয়ের খামারে গরু ছাড়াও বিভিন্ন জাতের ছাগল রয়েছে। আর এই ছাগলগুলোর একেকটির ওজন হবে 200 থেকে 300 কেজি পর্যন্ত।

ডিপজল ভাইয়ের ফার্মে 3 লক্ষ টাকার ছাগলও রয়েছে। ছাগল পালন গরু পালনের চেয়ে অনেক বেশি লাভজনক। এমনটাই মনে করেন এই চলচ্চিত্র অভিনেতা ডিপজল ভাই। এসব ছাড়াও ডিপজল ভাইয়ের খামারে আরো অসংখ্য প্রজাতির কবুতর রয়েছে।


ডিপজল সাহেব যে পশুপাখিদের কত ভালোবাসেন তা তার খামারের দিকে তাকালেই বোঝা যায়। ডিপজল হয় আমাদের দেশের বেকার তরুণদের জন্য একজন আদর্শবান মানুষ। তিনি চলচ্চিত্রে অভিনয় করার পাশাপাশি শখের বশবর্তী হয়েই খামারগুলো করেছেন। আর এই খামারগুলো থেকে তিনি প্রতি বছর কোটি কোটি টাকার লাভবান হচ্ছেন।

আমাদের সর্বশেষ আপডেট পেতে  Google NewsFollow করুন।

বন্ধুরা ডিপজল সাহেব তার নিজের ডিপজলের গরুর খামার, ডিপজলের ছাগলের খামার, ডিপজলের কবুতরের খামার, ডিপজলের হাস-মুরগীর খামার, ডিপজলের পাখীর খামার সহ প্রতিটি প্রজেক্ট থেকে প্রতি বছর কোটি কোটি টাকা আয় করে থাকেন। তাই আমরা যারা বেকার আছি কিংবা অন্য চাকরি বা ব্যাবসার পাশাপাশি আমাদের পুজি অনুযায়ী গরু ছাগলের খামার করে আর্থিকভাবে লাভবান হতে পারি। তাই সবাই চেষ্টা করবেন ছোট হলেও একটা খামার দিতে। আশা করি লাভবান আপনিই হবেন। আপনাদের সকলের সুস্বাস্থ কামনা করছি। ধন্যবাদ।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url