মানুষের জীবনের মুল্য কত শিক্ষনীয় গল্প

একবার একটা ছেলে তার বাবাকে জিজ্ঞাসা করলো বাবা আমার জীবনের মূল্য কত। তখন বাবা তার এত ছোট একটি ছেলের মুখে এমন প্রশ্ন শুনে কিছুটা অবাক হলেন। পারপর তার ছেলেকে বললেন যদি তুমি তোমার জীবনের মূল্য বুঝতে চাও তাহলে তোমাকে একটা কাজ করতে হবে। সেটা হলো তোমাকে একটা পাথর দিচ্ছি এই পাথরটা নিয়ে তুমি বাজারে যাবে এবং কেউ যদি এই পাথরে দাম জিজ্ঞাসা করে তাহলে কোন কথা বলবেনা শুধু তোমার দুটো আঙ্গুল উঠিয়ে দেখাবে। আর পাথরের মূল্য কে কত বলে তা আমাকে জানাবে।

ছেলেটি তার বাবার কথামতো কাজ করে। পরদিন সকালেই পাথরটি নিয়ে বাজারে যায় এবং পাথরটি নিয়ে বাজারের এখানে ওখানে ঘুরে বেড়ায়। হঠাৎ এক বৃদ্ধা মহিলা তার কাছে এসে বলে পাথটির দাম কত। ছেলেটি কোন কথা বলল ন। চুপচাপ দাঁড়িয়ে রইলো। বৃদ্ধা মহিলা আবারও দাম জিজ্ঞাসা করলে সে দুটি আঙ্গুল উঠিয়ে তাকে দেখালো। 

বৃদ্ধ মহিলা তখন বললেন দুই ডলার। আচ্ছা ঠিক আছে দুই ডলারেই আমি এটা তোমার থেকে নিবো। ছেলেটি বৃদ্ধা মহিলার কথা শুনে অবাক হয়ে যায়। এই পাথরটির দাম দুই ডলার। তখন ছেলেটি ধরে বাবার কাছে চলে যায় এবং বাবাকে বলে বাবা এক বৃদ্ধা মহিলা এই পাথরটির দাম আমাকে দুই ডলার দিতে চেয়েছে।

বাবা এবার তার ছেলেকে বললেন এবার তুমি এই পাথরটি নিয়ে একটু জাদুঘরে যাবে। কেউ এর দাম জিজ্ঞাসা করলে আগের মতই তুমি কোন কথা বলবে না। শুধু দুটো আঙ্গুল উঁচু করে দেখাবে। ছেলেটি পাথরটি নিয়ে একটি জাদুঘরে গেল। কিছুক্ষন পর এক কোর্ট টাই পরা এক ভদ্রলোক তার কাছে এসে বলল তোমার হাতের এই পাথরটির দাম কত। 
 
ছেলেটি কোন কথা বললো না। বাবার কথা মতো দুটি আঙ্গুল উঁচু করে দেখায়। ভদ্রলোক বলল ২০০ ডলার। আচ্ছা আমি ২০০ ডলারেই এটা নিবো। ছেলেটি এবার তো আর অবাক হয়ে গেল। তখন সে দৌড়ে বাবার কাছে গিয়ে বলল জাদুঘরে এক ভদ্রলোক এই পাথরটি ২০০ ডলার দিয়ে নিতে চেয়েছে। বাবা সব শুনলেন এবং বললেন আচ্ছা এবার আরেকটা কাজ তোমাকে করতে হবে। 

এবার তুমি এই পাথরটাকে নিয়ে একটি মূল্যবান পাথরের দোকানে যাবে। দোকানে ঢুকে তুমি এই পাথরটিকে দেখাবে। কেউ যদি এর মূল্য জানতে চায় তুমি কোন কথা না বলে দুটি আঙ্গুল উঁচু করে দেখাবে। ছেলেটি বাবার কথামতো পরের দিন সেই পাথরটি নিয়ে একটি মূল্যবান পাথরের দোকানে যায়। 

সেখানে গিয়ে দেখল কাউন্টারে একজন বৃদ্ধ লোক বসে আছে। ছেলেটি ঐ বৃদ্ধ কে তার হাতের পাথরটি দেখায়। পাথরটি দেখে সেই বৃদ্ধ ভদ্রলোক অবাক হয়ে যায় এবং বসা থেকে সে উঠে দাঁড়ায়। ও মাই গড। আমি সারা জীবন যে পাথরটি খুজছিলাম তা দেখছি তোমার কাছে আছে। তুমি এটা বিনিময় কি চাও। এটার মূল্য কত।। ছেলেটি কোন কথা বলল না।

সে চুপচাপ দাঁড়িয়ে রইলো আর হাতের দুটি আঙ্গুল উঁচু করে দেখালো। বৃদ্ধ লোকটি বলল ২ লাখ ডলার। আচ্ছা ঠিক আচ্ছা আমি এই পাথরটি নিব। ছেলেটি বিশ্বাস করতে পারেনা তার নিজের চোখকে। সে কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে যায়। এরপর বাবার কাছে এসে বলে বাবা মূল্যবান একটি পাথরের দোকানে এই এক বৃদ্ধ পাথরটির মুল্য দুই লাখ ডলার দিতে চেয়েছে। 

এবার বাবা বললেন তোমার জীবনের মূল্য ঠিক এই পাথরের মতই। তুমি নিজেকে কোথায় রাখো তার উপর নির্ভর করে। এটা আসলে তোমারই সিদ্ধান্ত। তুমি দুই ডলার মূল্যের পাথর হবে নাকি নাকি 2 লাখ ডলার মূল্যের পাথর হবে। 

কিছু মানুষ তোমাকে ভালবাসবে। যাদের কাছে তুমিই সবকিছু। তাদের কাছে তোমার মূল্য অনেক। আর কিছু মানুষ তোমাকে পণ্যের মতো ব্যবহার করবে। তাদের কাছে তুমি মূল্যহীন। তাই তোমার জীবনের মূল্য কত হবে। সেটা তোমাকেই ঠিক করতে হবে। তুমি তোমাকে কোথায় রাখছো তার উপর নির্ভর করে তোমার জীবনের মুল্য কত। ঠিক ঐ পাথরের মতই।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন