হাট কাঁপানো বিশ্বের সেরা পাঁচটি সুন্দর গরু

 হ্যালো বন্ধুরা এই পৃথিবীতে যে কত ধরনের আর কত জাতের গরু রয়েছে তা আমরা হয়তো ধারনা ও করতে পারি না। আপনারা হয়তো ইতিমধ্যে অনেক বড় বড় ও শক্তিশালী গরু দেখে ফেলেছেন। কিন্তু আমাদের বিশ্বাস আজকের এই ভিডিওতে যে গরু গুলো আপনাদের দেখাতে চলেছি, তা দেখলে হয়তো আপনার চোখ কপালেও উঠে যেতে পারে। 

আজকে আমরা  পাঁচটি জাতের গরু দেখাবো, যা হয়তো আপনি কখনো দেখেননি। আর ভিডিও র শেষের দিকে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয়  গরুটি দেখতে চলেছেন আপনি। 

বিশ্বের পাঁচটি সুন্দর গরু


নাম্বার ৫. Belgium Bull:

বন্ধুরা, এই গরুটাকে দেখে হয়তো আপনি অবাক হচ্ছেন, ভাবছেন এই গরু টি মনে হয় জিম করে। তা না হলে এমন শরীর কিভাবে হয়ে পারে। আমিও প্রথমে গরু টিকে দেখে এমনটাই ভেবে ছিলাম। পরে 

জানতে পাতলাম, এই গরু গুলো সাধারণত বেলজিয়ামে বেশি লালন পালন করা হয়ে থাকে। আর এই গরু গুলোর বৈশিষ্ট্য এমনই হয়। বেলজিয়াম ব্লু কে সাধারনত অন্যন্য গরুর মতই সাভাবিক খাবার খাওয়ানো হয়। এদেকে স্পেশাল তেমন কোন খাবার খাওয়ানো হয় না। যখন এই গরু গুলো কে প্রোটিন যুক্ত খাবার খাওয়ানো হয়, তখন এদের ওজন বাড়তে থাকে আর ডাবল মাসলের একটি আকার ধারন্ন করে। যেই কারনে এই গরু গুলোকে দেখতে এ রকম লাগে। বেলজিয়াম বুল হাজার বছর ধরে সে দেশে আছে। কিন্তু তাদের কথা মানুষ জানতে পারে ১৯৬০ সালের দিকে। এই জাতের গরু দিয়ে বেলজিয়ামের কৃষকেরা জমি চাষ করায়। এই গরু গুলো এওটটাই শক্তিশালী যে ১ দিনে এদের দিয়ে প্রায় কয়েক হাজার মিটার জমি চাষ করানো যায়।বেলজিয়াম বুল ফাইট একটি জনপ্রিয় খেলা। বেলজিয়াম বুল এই খেলায় খুবই পারদর্শী। স্ক্রিনে আপনারা যে গরুটিকে দেখতে পাচ্ছেন তার ওজন প্রায় ১২০০ কেজি। গরু ভেদে কখনো বা এর ওকন বেশি কম হয়ে থাকে। যদি ক্ষমতার কথা বলা হয়ে থাকে, বলা যায় এই গরু গুলো দেখতে খুবই ভয়ংকর কিন্তু বাস্তবে এই গরু গুলো খুবই শান্ত প্রকৃতির হয়ে থাকে,যার কারনে এই জাতের গরু লাপন পালন করা খুবই সহজ।

নাম্বার ৪. Cinina

বন্ধুরা এই পৃথিবীতে সবচেয়ে উঁচু জাতের গরু হল এই চিনিনা জাতের গরু। এই গরু গুলো উচ্চতার জন্য গ্রিনেজ ওয়ার্ল্ড বুকে নাম লিখিয়েছে। এদের উচ্চতা সাধারণত ৭ থেকে সাড়ে ৭ ফুট পর্যন্ত হয়ে থাকে। আর স্ক্রিনের এই গরুটির ওজন ১৬৭৮ কেজি। দেখুন এই গরুগুলোর গায়ের রং কতটা আকর্ষণীয় দেখলেই মন চায় যেন হাত বুলিয়ে দেই। এই গরু গুলো শুকনো জায়গাতেই থাকতে বেশি পছন্দ করে। এই গরু গুলো সাধারণত খুবই শান্ত প্রকৃতির হয়ে থাকে। যখন এই চিনেনা জাতের গরু একটি বাচ্চা প্রসব করে তখন এর গায়ের রঙ এ রকম হয়ে থাকে। আর যখন এই গরু গুলো বড় হয়ে থাকে তখন এরকম রঙ ও আকার ধারণ করে। 

নাম্বার ৩. Parthiniss। 

বন্ধুরা,এই পার্থিনিস জাতের গরু গুলো সাধারণত ফ্রান্সে বেশি দেখা যায়। এই গরু গুলো ওজনে সাধারণত 550 কেজি থেকে 600 কেজি পর্যন্ত হয়ে থাকে। এদ্রর শরীরের হাড় অনেক শক্ত হয়। এদের শরীর দেখুন কতটা শক্ত মনে হয়। এই জাতের গরু গুলো দ্বারা বিভিন্ন ধরনের খেলার আয়োজন করা হয়। আর সবচেয়ে বেশি চর্বিযুক্ত মাংস এই গরুরই হয়ে থাকে। 

নাম্বার ২. indunetionasian simental।

বন্ধুরা, ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ান সিমেন্টাল জাতের গরু গুলো সাধারনত দুই ধরনের হয়ে থাকে। যেমন একটি হচ্ছে মাথা সাদা, গায়ের রং কালো কিংবা লাল হয়ে থাকে। আর অন্যটি হলো এক কালার কিংবা পুরো শরীর একই রঙের হয়ে থাকে। এই গরু গুলো পাঁচ থেকে ছয় ফিট উঁচু হয়। এবং ওজন ১৩৭০ কেজি পর্যন্ত হয়ে থাকে। এই গরু গুলো খোলা স্থানে ঘাস খেতে খুব বেশি পছন্দ করে থাকে। আর আপনি যদি মনে করেন এরকম পাঁচটি গরু পালন করবেন, তাহলে আপনাকে 15 ফুট লম্বা ঘর বানাতে হবে। কারণ প্রতিটি গরুর জন্য তিন ফিট জায়গার প্রয়োজন হয়। 

নাম্বার ১. Sibi Benari.

বন্ধুরা,পাকিস্তানের সবচেয়ে বড়, সুন্দর এবং আকর্ষনীয় গরু হলো এই সিভি ব্যানারি জাতের গরু। কারণ এদের গায়ের রং এতটাই সুন্দর যে, দেখলেই মনে চায় ছুঁয়ে দেখি। এদের উচ্চতা 6 ফুট পর্যন্ত হয়ে থাকে। যদিও এর চেয়ে বেশি উচ্চতার অনেক বড় গরু রয়েছে কিন্তু এটা লম্বায় অনেক বড় হওয়ায় এদের শরীরে প্রচুর পরিমাণে গোশত হয়। স্ক্রিনে যে গরু টাকে দেখতে পাচ্ছেন তার ওজন ১৪০০ কেজি। পাকিস্তান যেহেতু একটি মুসলিম প্রধান দেশ, সেহেতু তারা  কোরবানির ঈদ পালন করে। আর কোরবানির সময় এই গরুগুলো বিক্রি হয়ে থাকে। আর ইন্টারনেটে আকর্ষণীয় এউ গরুগুলো পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ে। 

আমাদের আজকের লেখাটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চাইলে এই পোস্ট টি শেয়ার করতে পারেন। ধন্যবাদ।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url