দাঁত ভাঙ্গার কারন কি । ভাঙ্গা দাঁতের চিকিৎসা
কি কারনে দাঁত ভেঙ্গে যায়
দাঁত শরীরের অন্যতম মজবুত ও শক্ত অঙ্গ হলেও কিছু কিছু ক্ষেত্রে তা ভেঙে যেতে পারে। যদি কোন কারনে দাঁত ভেঙ্গে যায় তাহলে তা অনেক সময় অসহ্য যন্ত্রণার পাশাপাশি সংক্রমণের ঝুঁকির কারণ হতে পারে। এ ছাড়া ভবিষ্যতে এসব ভাঙা দাঁতের স্থায়ীত্ব নিয়েও অনিশ্চয়তা রয়েছে। বিভিন্ন কারণে দাঁত ভেঙে যেতে পারে:
আমাদের সর্বশেষ আপডেট পেতে Google News এ Follow করুন।
- সড়ক দুর্ঘটনা বা অন্য কোনো দুর্ঘটনা, খেলাধুলায় আঘাত বা পড়ে গিয়ে দাঁত ভেঙে যেতে পারে। হাড়, শক্ত ক্যান্ডি বা অন্যন্য শক্ত খাবার খেতে গিয়ে দাঁত ভেঙে যেতে পারে। এছাড়াও অনেক ছোট দানা, বিচি, যেমন শুকনো লঙ্কা বিচি, পেয়ারার বিচি কামড়েও দাঁতের ক্ষতি হতে পারে।
- দাঁতের ক্ষয়রোগের কারনেও অনেক সময় অল্পতেই দাঁত ভেঙ্গে যেতে পারে।
- মেডিকেটেড টুথপেস্ট বা একই টুথপেস্ট দীর্ঘদিন ব্যবহার করলেও দাঁতের ক্ষয় হতে পারে।
- বয়স বাড়ার সাথে, বিশেষ করে পঞ্চাশ বছর বয়সের পর অনেকেরই দাঁত ফাটা শুরু হয়ে যায়।
- অনেক সময় দাঁত এমনভাবে ভেঙ্গে যায় যে তা বোধগম্য নয়। দাঁতের ক্ষয় না হলে, কামড় দিয়ে ব্যথা হলে বা ঠান্ডা বা গরম অনুভূত হলে বুঝতে হবে দাঁত ভেঙে গেছে বা ফাটল ধরছে। দাঁত ভাঙার ধরণেও পার্থক্য রয়েছে।
- দাঁতের এনামেলে (বাইরের শক্ত আবরণ) ছোট ফাটল দেখা দিতে পারে। এতে কোনো ব্যথা হয় না, কোনো চিকিৎসার প্রয়োজন হয় না।
- মাড়ির উপরের অংশে দৃশ্যমান দাঁতের অংশ বা দাঁতের ভরাটের অংশ ভেঙ্গে যেতে পারে। এতে খুব একটা ব্যাথা হয় না।
- দাঁতের একেবারে উপরের অংশ থেকে মাড়ি পর্যন্ত এই ফাটল দেখা যেতে পারে বা ভেঙে ভেঙ্গে যেতে পারে। এভাবে ভেঙে গেলে দাঁত সাধারনত শিরশির করে থাকে। আর সেই সাথে দাঁতে ব্যথা অনুভব হতে পারে। এক্ষেত্রে চিকিৎসার মাধ্যমে ঐ ভাঙ্গা দাঁতকে রক্ষা করা যায়।
- মাড়ির নিচের দাঁত ভেঙ্গে গেলে বা মাড়ির নিচে ফাটল ধরলে সংক্রমণ না হওয়া পর্যন্ত তা খুব একটা পরিষ্কার হয় না। এক্ষেত্রে দাঁতের ঐ ভাঙ্গা অংশ তুলে ফেলতে হবে।
- দাঁত অনেক সময় ওপর থেকে মাড়ির নিচ পর্যন্ত ভেঙে যেতে পারে। এই ক্ষেত্রে, সম্পূর্ন দাঁত টি না ফেলে দাঁতের একটি অংশ রেখে দেওয়া যেতে পারে।
ভাঙ্গা দাঁতের চিকিৎসাঃ
1. দাঁতের যে অংশ ভেঙ্গে গেচ্ছে সেই অংশ ঠিক করার সবচেয়ে উত্তম হল ক্রাউন পদ্ধতি। ধাতু, সিরামিক ও পোরসেলিন দিয়ে তৈরি ক্রাউনে দাঁত আগের মতোই চেহারা, আকৃতি, রঙ ফিরে পায়। আর এটা মোটামুটি দির্ঘস্থায়ীও হে থাকে।
2. আংশিক ভাঙা সামনের দাঁতে ভেনিয়ার বা কম্পোজিট রেজিনের ব্যবহার একটি আধুনিক চিকিৎসা।
3. ডেন্টাল ইমপ্লান্ট একটি আধুনিক এবং স্থায়ী সমাধান হতে পারে যদি ভাঙা দাঁত রক্ষা করা না যায়।
4. দাঁত ভাঙ্গার পরে পাল্প টিস্যুতে সংক্রমণ ঘটতে পারে। এ ধরনের চিকিৎসার জন্য রুট ক্যানেল করলে সবচেয়ে বেশী ভাল হয়।
5. ভাঙ্গা দাঁতে ব্যথা না থাকলে ফিলিং করাই হলো সবচেয়ে ভাল ও একটি নিরাপদ পদ্ধতি।
আমাদের সর্বশেষ আপডেট পেতে Google News এ Follow করুন
সবচেয়ে বড় কথা, দাঁত ভেঙে গেলে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে। অন্যথায় এই ভাঙা অংশ থেকে জিহ্বা বা ঠোঁট কেটে যেতে পারে। ভাঙা দাঁত দিয়ে চিবানো বা কামড়ানো এড়িয়ে চলুন। হালকা গরম পানিতে লবণ দিয়ে মুখ পরিষ্কার রাখুন।
লেখক : ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন, ফরাজী ডেন্টাল হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টার, বনশ্রী, ঢাকা