পদ্মা সেতুতে ওঠার দোয়া ।। নৌপথে চলাচলের দোয়া

পদ্মা সেতুতে ওঠার দোয়া

বিভিন্ন প্রয়োজনে আমাদের ঘর থেকে বের হতে হয়। অনেক সময় জীবিকার তাগিদে কিংবা বিভিন্ন প্রয়োজনে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয়। এক জায়গা থেকে অন্য জায়গায় আমরা নদীপথে কিংবা সড়কপথে  গিয়ে থাকি। নৌপথে কিংবা সড়কপথে সকল যানবাহনে চলাচলের সময় কিছু নিয়ম ও দোয়া রয়েছে যেগুলো আমাদের মুসলমান হিসেবে মেনে চলা উচিত।  তাই আপনাদের সুবিধার জন্য নিচে দোয়াটি নিচে দেওয়া হল।

আমাদের সর্বশেষ আপডেট পেতে  Google NewsFollow করুন।

নৌপথে যানবাহনে চলাচলের দোয়াঃ

বাংলা উচ্চারণঃ বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রাহীম। (সূরা হুদ: আয়াত 41)

অর্থ: আল্লাহর নামে, এর গতি ও অবস্থান। আমার পালনকর্তা পরম ক্ষমাশীল, পরম দয়ালু

যানবাহনে চড়ার দোয়া কখন থেকে পড়া শুরু হয়ঃ 

হযরত নূহ (আঃ) কে নির্দেশ দেওয়া হয়েছিল, বেইমানমোনাফিক কাফেরদের বাদ দিয়ে এবং তোমার পরিবার ও মুমিনদেরকে জাহাজে নিয়ে যাও। নূহ (আঃ) ও তাই করেছিলেন। আল্লাহর হুকুমে যখন বন্যা এসেছিল, তখন নূহ (আঃ) জাহাজে বসে এই দোয়া পাঠ করেছিলেন।

গাড়িতে বা যানবাহনে চড়ার সুন্নতসঊহঃ 

উ: গাড়িতে উঠার সময় 'বিসমিল্লাহ' বলা। (তিরমিযী)

খ. যানবাহনে উঠার পর বা বসার পর আলহামদুলিল্লাহ পড়ার পর আরোহণের দোয়া পাঠ করা। (তিরমিযী)

গ. যানবাহনে উঠার দোয়া পড়ার পর তিনবার ‘আলহামদুলিল্লাহ’ এবং তিনবার ‘আল্লাহু আকবার’ পড়া। (তিরমিযী)

আমাদের সর্বশেষ আপডেট পেতে  Google NewsFollow করুন।

ঘ. সবশেষে,  এই দোয়াটি পড়া ‘সুবহানাকা ইন্নি জালামতু নাফসি জুলমান কাছীরান ফাগফিরলি ইন্নাহু লা ইয়াগফিরুজ্জুনুবা ইল্লা আনতা।’ (তিরমিজি)

আলহামদুলিল্লাহ, আমরা আজকে জানলাম যানবাহনে উঠলে কি দোয়া পড়তে হয়। আমরা নিয়মিত নৌপথে চলাচলের দোয়া, গাড়িতে চড়ার দোয়া, সেতুতে চড়ার দোয়া ইত্যাদি আমল গুলো নিয়মিত করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url