বিশ্বের সবচেয়ে বড় ১০ টি সেতু

বিশ্বের দীর্ঘতম ১০টি সেতু

বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম সেতু হল পদ্মা সেতু। যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য  বিশ্বে এর চেয়েও অনেক বড় বড় সেতু নির্মাণ করা হয়েছে যেগুলো নির্মাণ করা ছিল বেশ কষ্টসাধ্য ও  চ্যালেঞ্জিং ব্যাপার। আজকের ভিডিওতে আমরা বিশ্বের দশটি দীর্ঘতম সেতু সম্পর্কে জানব। আর সেই সাথে আমরা আরো জানবো হাজারো প্রতিকূল পরিবেশ ও বিশাল নির্মাণ চ্যালেঞ্জ মোকাবেলা করে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে তৈরি হওয়া আমাদের পদ্মা সেতু বিশ্বের দীর্ঘতম সেতুর মধ্যে কত নম্বরে রয়েছে।

আমাদের সর্বশেষ আপডেট পেতে  Google NewsFollow করুন।

বিশ্বের সবচেয়ে বড় ১০ টি সেতু

আমরা এখন জানব বিশ্বের সবচেয়ে লম্বা  ১০টি সেতু সম্পর্কে

১, ডানইয়াং-কুনশান গ্র্যান্ড ব্রিজ, চীন || বিশ্বের দীর্ঘতম ১০ সেতু

পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সেতুর মধ্যে এক নম্বরে জায়গা করে নিয়েছে ডানইয়াং-কুনশান গ্র্যান্ড ব্রিজ। এটি  চীনের বেইজিং শহর থেকে সাংহাইয়ের high-speed রেল ওয়ের একটি অংশ । আজ থেকে এক যুগ আগে এই সেতুটি নির্মাণ করা হয়েছিল। সেতুটির দৈর্ঘ্য প্রায় 165 কিলোমিটার । ডানইয়াং-কুনশান গ্র্যান্ড ব্রিজ টির নির্মাণকাজ 2006 সালে শুরু হয় 2010 সালে শেষ হয়। অর্থাৎ দীর্ঘতম  এইসেতু টি নির্মাণ করতে 10 হাজার শ্রমিকের মাত্র চার বছর সময় লেগেছিল। আর সেতুটি নির্মাণ করতে খরচ হয়েছিল প্রায় ৮,৫ বিলিয়ন ইউএস ডলার। এই সেতুটি 2011 সালে সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। একযুগ আগে নির্মিত হয়েও  সেতুটি আজও বিশ্বের দীর্ঘতম সেতু হওয়ার রেকর্ড টা ধরে রেখেছে।

২. চাংহুয়া-কোয়াশিউং রেলসেতু, তাইওয়ান || পৃথিবীর দীর্ঘতম ১০ টি সেতু

পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম সেতু চাংহুয়া-কোয়াশিউং রেলসেতু। এই সেতুটি তাইওয়ানে অবস্থিত। এই সেতুটির দৈর্ঘ্য প্রায়  157 কিলোমিটার। আর এই সেতুতে সড়কপথের পাশাপাশি তাইওয়ানের দ্রুতগতির রেলপথ সংযুক্ত করা হয়েছে। এই সেতুটির নির্মাণের কাজ শেষ হয় 2007 সালে। এই চাংহুয়া-কোয়াশিউং রেলসেতুর উপর দিয়ে 2012 সালের ডিসেম্বর মাস পর্যন্ত প্রায় 200 মিলিয়নেরও বেশি যাত্রী চলাচল করেছে। এই সেতুটি এমনভাবে নির্মাণ করা হয়েছে যে ভূমিকম্পের সময় এই সেতু দিয়ে ট্রেন নির্বিঘ্নে চলাচল করতে পারবে এতে ট্রেনের কোন প্রকার ক্ষতি হবে না। সেতুটি সেইভাবেই নির্মাণ করা হয়েছে।

৩. তিয়ানজিন গ্র্যান্ড ব্রিজ, চীন || পৃথিবীর সবচেয়ে লম্বা ১০ টি সেতু

বিশ্বের দীর্ঘতম সেতুর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে তিয়ানজিন গ্র্যান্ড ব্রিজ । এ সেতুটিও চীনের পূর্বে হেবিই প্রদেশে তিয়ানজিন শহরের কাছে অবস্থিত। এই সেতুটির নির্মাণ কাজ শুরু হয় 2006 সালে এবং শেষ হয় 2010 সালে। এটিও বেইজিং সাংহাই high-speed রেলওয়ের জন্য একটি রেল পথ হিসেবে কাজ করে। তিয়ানজিন সেতু ল্যাংফাং ও কিংজিয়ান এলাকা দিয়ে বয়ে গেছে। এ সেতুটির দৈর্ঘ্য প্রায় 113 কিলোমিটার। তিয়ানজিন সেতু 2011 সালে বিশ্বের দীর্ঘতম দ্বিতীয় সেতু হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে  জায়গা করে নিয়েছিল ।

৪. ক্যাংডে গ্র্যান্ড ব্রিজ || বিশ্বের সবচেয়ে সুন্দর ১০ টি সেতু

এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম সেতু যেটির অবস্থান চীনের বেইজিং এ । এই সেতুটি বেইজিং ও সাংহাইকে সংযুক্ত করেছে। এই সেতুটির দৈর্ঘ্য প্রায় ১০৬ কিলোমিটার। এই সেতুটির কাজ সম্পন্ন হয় 2010 সালে। এই সেতুতে পিলার দেওয়া হয়েছে প্রায় ৩০৯২ টি। 

৫. ওয়েনান উইহি গ্র্যান্ড ব্রিজ,চীন || বিশ্বের সবচেয়ে দামী ১০ টি সেতু

বিশ্বের দীর্ঘতম সেতুর মধ্যে পঞ্চম অবস্থানে থাকা এই সেতুটির নাম  ওয়েনান ওয়েহি গ্র্যান্ড ব্রিজ। এর দৈর্ঘ্য প্রায় 79 দশমিক 73 কিলোমিটার। এই সেতুটির চীনে অবস্থিত। এ সেতুর  নির্মাণ কাজ শেষ হয় 2008 সালে । কিন্তু সেতুটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় 2010 সালে। আর এই সেতুটি নির্মাণ করতে শ্রম দিয়েছিল প্রায় 10 হাজার শ্রমিক। এ সেতুটি যখন 2008 সালে নির্মাণ করা হয়েছিল তখন এটি ছিল বিশ্বের দীর্ঘতম সেতু কিন্তু বর্তমানে এটি পঞ্চম অবস্থানে রয়েছে। 

৬. ব্যাং না এক্সপ্রেসওয়ে, থাইল্যান্ড || বিশ্বের সবচেয়ে ব্য্যয়বহুল ১০ টি সেতু

আমাদের সর্বশেষ আপডেট পেতে  Google NewsFollow করুন।

পৃথিবীর দীর্ঘতম সেতুর মধ্যে ষষ্ঠ অবস্থানে রয়েছে ব্যাং না এক্সপ্রেসওয়ে। এ সেতুটি থাইল্যান্ড এ অবস্থিত আর এই সেতুটি থাইল্যান্ডের সবচেয়ে বড় সেতু। এই সেতুটি  বুরা ফি এক্সপ্রেসওয়ে নামেও বেশ পরিচিত। এই সেতুটির দৈর্ঘ্য প্রায় 54 কিলোমিটার। ব্যাং না এক্সপ্রেসওয়ে সেতুটি 6 লেন বিশিষ্ট। এই সেতুর নির্মাণকাজ শেষ হয় 2000 সালে। আর এরপর থেকে ২০০৪ সাল পর্যন্ত সেতুটি বিশ্বের দীর্ঘতম সেতু হিসেবে অবস্থান করছিল।

৭. বেইজিং গ্র্যান্ড ব্রিজ, চীন || বিশ্বের সবচেয়ে আকর্ষনীয় ১০ টি সেতু

বিশ্বের দীর্ঘতম সেতু গুলোর মধ্যে সপ্তম রয়েছে বেইজিং গ্র্যান্ড ব্রিজ । এই সেতুটির অবস্থান ও চিনে। এই সেতুটি মূলত একটিরেল সেতু। বেইজিং গ্র্যান্ড সেতুর দৈর্ঘ্য প্রায় 48 কিলোমিটার। আর এই সেতুটির উপর দিয়ে ঘন্টায় প্রায় 300 কিলোমিটার বেগে ট্রেন যাতায়াত করতে পারে। এ সেতুটি নির্মাণ কাজ শেষ হয় 2010 সালে। আর এই সেতুটি তে যান চলাচল শুরু করে 2011 সালে। এই সেতুটি ও মূলত বেইজিং সাংহাই high-speed রেল এর একটি অংশ । এই বেইজিং গ্র্যান্ড সেতুটির হাই-স্পিড বুলেট ট্রেন চলাচল করার সক্ষমতা রয়েছে। 

৮. লেক পন্টচারট্রেন কজওয়ে, যুক্তরাষ্ট্র || বিশ্বের সবচেয়ে সেরা ১০ টি সেতু

বিশ্বের দীর্ঘতম সেতু গুলোর মধ্যে অষ্টম অবস্থানে রয়েছে লেক পন্টচারট্রেইন কজওয়ে। আর এটি মার্কিন যুক্তরাষ্ট্র অবস্থিত। এই সেতুটি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম দীর্ঘতম সেতু। সেতুটির দৈর্ঘ্য 38 কিলোমিটার। এ সেতুটি পানির উপর তৈরি বিশ্বের সবচেয়ে দীর্ঘতম অবিচ্ছিন্ন সেতু। লেক পন্টচারট্রেইন কজওয়ে সেতুটি মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ লুইজিয়ানা তে পন্টচারট্রেইন লেকের উপরে নির্মাণ করা হয়েছে। এই সেতুটি দুই দফায় নির্মাণ করা হয়েছে। 1956 সালে প্রথম দফায় এর দক্ষিণাংশ নির্মাণ করা হয়। তখন খরচ হয়েছিল প্রায় 640 মিলিয়ন মার্কিন ডলার। পরবর্তীতে যানচলাচলের সংখ্যা বাড়ার কারণে ১৯৬৯ সালে এর উত্তরের অংশ নির্মাণ করা হয়। ২০০৫ সালের হারিকেন ক্যাটরিনার কারণে এই সেতুটির বেশ খানিকটা ক্ষতি হয়ে গিয়েছিল।

৯. উহান মেট্রো সেতু, চীন || পৃথিবীর সেরা ১০ টি সেতু

বিশ্বের দীর্ঘতম সেতুর তালিকায় নবম স্থানে রয়েছে উহান মেট্রো সেতু। এই সেতুটির চিনের উহান শহরে অবস্থিত। স্বাভাবিকভাবে এটাকে সেতুর মতো দেখালেও আসলে এটা কিন্তু কোন সেতু নয়। এটি বিশ্বের সবচেয়ে দীর্ঘতম চলমান মেট্রো সিস্টেম ভায়াডাক্ট। এ সেতুটি চালু হয় ১৯৯৫ সালে। আর এই রেলপথটি নির্মাণ করতে ব্যয় করা হয়েছিল প্রায় 3.9 বিলিয়ন মার্কিন ডলার। তবে এই সেতুটি ২০০৩ সালে সংস্কার করার পর ২০০৪ সালে তা আবার উন্মুক্ত করা হয়।

১০, ম্যানচ্যাক সোয়াম্প ব্রিজ || সবচেয়ে বড় ১০ টি ব্রিজ 

বিশ্বের দীর্ঘতম সেতুর মধ্যে দশম স্থানে থাকা সেতুটির ম্যানচ্যাক । এটি মার্কিন যুক্তরাষ্ট্র অবস্থিত। ব্রিজটি লুইসিয়ানার মানচাক জলাভুমির উপর দিয়ে বয়ে গেছে। এই সেতুটির দৈর্ঘ্য ৩৬.৫৯ কিলোমিটার এবং প্রস্থ ৯৫ মিটার। এই মানচাক জলসেতুটি 1969 সালে জনসাধারণের জন্য প্রথম খুলে দেওয়া হয়েছিল। আর এই সেতুটি নির্মাণ করতে ব্যয় হয়েছিল মাইল প্রতি 7 মিলিয়ন মার্কিন ডলার। এই সেতুটি বিশ্বের দীর্ঘতম টোল মুক্ত সড়ক সেতু।

আমাদের সর্বশেষ আপডেট পেতে  Google NewsFollow করুন।

শেষকথা,

বিশ্বের দীর্ঘতম দশটি সেতুর মধ্যে আটটি সেতুই এশিয়া মহাদেশে অবস্থিত। 
যদিও বাংলাদেশের  সেতু এই লিস্ট এ জায়গা করতে পারেনি। ৬.১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু বিশ্বের ১২২তম দীর্ঘ সেতু হিসেবে জায়গা দখল করেছে। সুইডেনের অল্যান্ড ব্রিজকে পেছনে ফেলে এই স্থানে আসছে পদ্মাসেতু। এছাড়াও পদ্মাসেতু তার ভিত্তির দৈর্ঘ্য ও গভীরতার ভিত্তিতে শীর্ষ এবং বিশ্বের বৃহত্তম নদী সেতুর মধ্যে পঁচিশতম স্থান রয়েছে।
Next Post Previous Post
1 Comments
  • নামহীন
    নামহীন ৪ অক্টোবর, ২০২২ এ ১০:৪০ AM

    Ami apnader script ta amr YouTube channel er video te use korte chai and apnader ke description e credit dibo amake ki use korar permission diben....?
    For contact:arafathossen2564@gmail

Add Comment
comment url